রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে বিভিন্ন পদে ৪৮ জন কর্মী নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। কলকাতা, খড়গপুর, দুর্গাপুর ও শিলিগুড়ি এই চারটি কেন্দ্রে পরীক্ষা হবে। আবেদন করতে হবে অনলাইনে পর্ষদের অফিসি✨য়াল ওয়েবসাইট www.wbpcb.gov.in এ। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
শূন্য পদের বিবরণ:
• অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: ৫
• জুনিয়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: ১২
• এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট:৩
• সিনিয়ার একাউন্টস ক্লার্ক: ৫
• একাউন্টস ক্লার্ক: ৩
• ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ৭
• জুনিয়ার এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট:১৩
বেতন:
• অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: লেভেল ৬ অনু্যায়ী ৫৬১০০ টাকাܫ।
• জুনিয়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার𒉰: লেভেল ১২ অনু্যায়ী ৩৫৮🅷০০টাকা।
• এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট: লেভেল ১০ অনু্যায়𓄧ী ৩২১০০টাকা।
• সিনিয়ার একাউন্টস ক্লার্কꦚ: লেভেল ৯ অনু্যায়ী ২৮৯০০ টাকা🐻।
• একাউন্টস ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার এনভায়রনমেন্টা⛦ল অ্যাসিস্ট্যান্ট: লেভেল৬ অনু্যায়ী ২২৭০০টাকা।
যোগ্যতা:
• অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার ও জুনিয়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: ইলেকট্💎রিক্যাল/ বায়োটেকনলজি/ কেমিক্যাল/ সিভিল/মেকানিক্যাল/এনভায়রনমেন্টাল/ ইন🍌স্ট্রু মেন্টেশন/ অটোমোবাইল বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। সেই সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
• এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট: 𝓡এনভায়রনমেন্টাল সায়েন্স/ জিওলজি/ বায়োলজি/ জুলজি/বোটানি/ফিজিক্স/ কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ বায়োকেমিস্ট্রি তে স্নাতক♛। সেই সঙ্গে কম্পিউটারে জ্ঞান ও এনভায়রনমেন্টাল ল্যাবরেটরিতে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• সিনিয়ার একাউন্টস ক্লার্ক: কমার্🍌সে স্নাতক ও কম্পিউটার জ্ঞান।
• একাউন্টস ক্লার্ক: মাধ্যমিক শিক্ষ𓆉া পর্ষদ থ💜েকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক।
• ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: উচ্চ মাধ্যম🦩িক পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভ⭕িজ্ঞতা।
• জুনিয়ার এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট: মাধ্🐈যমিক পাশ।
সব ক্ষেত্রেই প্রার্থীদের 𝕴বাংলা পড়তে, লিখ🦂তে ও বলতে জানতে হবে।
বয়স সীমা: ১ নভেম্বর,২০২০ তারিখের নিরীখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে 💎হতে হবে।
আবেদন ফি: ৩০০ টা🔯কা ও GST। তপ শিলি জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।