বিভিন্ন কোর্সের ফলাফল প্রকাশ করল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ব বিদ্যালয় (IGNOU)। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষ❀ার্থীরা সকলেই IGNOU-এর অফিশিয়াল ওয়েবসাইট ignou.ac.in এ গিয়ে নিজেদের নম্বর দেখতে পারবেন।
এ বছর করণার জেরে
IGNOUর পরীক্ষা অনেক দেরিতে অনুষ্ঠিত হয়। বি🌟ভিন্ন কোর্সের সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর ও অ💞ক্টোবরে অনুষ্ঠিত হয়।
BCA, MCA, MP, MPB, BDP, BA, BCom, BSc ইত্🍰যাদি কোর্সের ফলাফল প্রকাশ করেছে বিশ্ব🙈 বিদ্যালয়।
কিভাবে ফলাফল দেখা যাবে:
• IGNOUর অফিসিয়াল ওয়েবসাইট ignou.ac.in এ যেতে হ🐭ব🌞ে।
• হোমপেজে "Results" ট্যাব এ ক্লিক করতে হবে।
• "IGNOU course result" এই লিংকে ক্লিক করতে হবে।
• নতুন পেজে গিয়ে IGNOUর রোল নম্বর ও অন্যান্য তথ্য🅺 দিতে হবে।
• লগ ইন এ ক্লিক করতে হবে।
• স্ক্রিনে বিভিন্ন কোর্স𝔉ের IGNOU রেজাল্ট ২০২০ দে🐈খা যাবে।
• ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।