করোনা সংক্রমণের জেরে চারদিকে যখন আর্থিক মন্দা, চাকরি থেকে ছাঁটাই নিয়ে উদ্বেগ ঘনাচ্ছে, তখনই খুশির খবর দিল IIM-কলকাতা। শনিবার প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, করোনা সংকটের মধ্যেই IIM কলকাতার ৫৬ জন শিক্ষার্থী ৬০টি চাকরির অফার পেয়েছেন। তাঁদের গড় বেতন বছরে ২৬.৩১ লক্ষ টাকা। IIM কলকাতার স্নাতকোত্তর ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালিটিক্স (PGDBA) প্রোগ্রামের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা ১৮ টি সংস্থা থেকে এই অফার পেয়েছেন।বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ব্যাচের শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ ৪১.২৯ লক্ষ টাকা হিসাবে পারিশ্রমিকের একটি আন্তর্জাতিক অফার পেয়েছেন।’২০১৯ সালে এই পদে গড় পারিশ্রমিক ছিল ২৫.০৫ লক্ষ টাকা। এ বার তা বেড়ে হয়েছে ২৬.৩১ লক্ষ টাকা।PGDBA চেয়ারপার্সন অধ্যাপক সরকার বলেন, ‘PGDBA শিক্ষার্থীদের সাফল্যে আমরা খুশি। এটি IIM কলকাতা এবং অংশীদার প্রতিষ্ঠান ISI এবং IIT খড়গপুরের আরও একটি প্রতিশ্রুতিবদ্ধ প্রোগ্রাম।’যে সমস্ত সংস্থা চূড়ান্ত প্লেসমেন্টে অংশ নিয়েছিল সেগুলি হল, আদানি, জেডএস অ্যাসোসিয়েটস, এনভ্যাসনেট যোডলি, এক্সএল অ্যানালিটিক্স এবং আইসিআইসিআই ব্যাঙ্ক।PGDBA মূলত ISI, কলকাতা এবং IIT-খড়গপুরের সহযোগিতায় IIM কলকাতা প্রস্তাবিত একটি দুই বছরের পূর্ণ-সময়ের আবাসিক প্রোগ্রাম।