India Post Recruitment 2020: ভারতীয় পোস্টে ৩,২৬২ শূন্যপদে চলছে নিয়োগ, দ্রুত আবেদন করুন
1 মিনিটে পড়ুন Updated: 15 Jul 2020, 06:52 PM IST- লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারবেন। অনলাইনেই আবেদন করতে হবে। কোনও লিখিত পরীক্ষা হবে না। প্রাপ্ত নম্বরের ভিত🌳্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। শুধু দশম শ্রেণি পর্যন্ত প্রাপ্ত নম্বর বিবেচিত হবে। তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও তা বিচার করা হবে না।
পদ :
ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিসট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ও ডা🧸ক সেবক পদে নিয়োগ করা হবে।
বয়স :
২২ জুন, ২০২০ অনুযায়ী ১৮-৪০ বছর (অস💮ংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে)। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় দেওয়া হয়েছে।
SC/ST প্রার্থীরা বয়সেꦑর সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন। ওবিসি প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় তিন বছরের ছাড় দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় ১০ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা :
১) স্বীকৃত যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে🌄। সঙ্গে অঙ্কে পাশ করতে হবে। উচ্চশিক্ষার জন্য বাড়তি নম্বর যোগ হবে না।
সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন।২) অনলাইনে আবেদন ফি জমা দিন। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। তবে তা শ🐲ুধুমাত্র হেড পোস্ট অফিসে🍒।
৩) 'Apply Online' ক্লিক করুন।
৪) প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৫) নিজের পছন্দের ডাকঘর নির্বাচন করুন।
৬) অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করুন।