দশম বা দ্বাদশ শ্রেণি পাশেই সামরিক বাহিনীতে ‘অগ্নিবীর’-দের♚ নিয়োগ করা হবে। তিন বাহিনীতে যে পদে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 🎃আছে, তার ভিত্তিতেই চার বছরের জন্য নিয়োগ করা হবে ‘অগ্নিবীর’-দের।
কারা 'অগ্নিবীর' হতে পারবেন?
মহিলা এবং পুরুষ - 'অল ইন্ডিয়া, অল ক্লাস'-র ভিত্তি🎀তে উভয়েই 'অগ্নিপথ' মডেলের আওতায় সামরিক বাহিনীতে নিয়োগের সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ('অগ্নিবীর'-দের দ্বাদꦏশ শ্রেণির উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রদানের প্রক্রিয়া চলছে)।
বয়স: ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছর।
কতদিনের চাকরি? চার বছর।
চার বছর পর কতজন সামরিক বাহিনীতে থাকবেন?
যে 'অগ্নিবীর'-দের নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে সর্বাধিক ২৫ শতাংশ প্রার্থী বাহিনীতে থাকবেন। প্রতিটি ব্যাচ থেকে সামরিক বাহিনীর ‘রেগুলা🍎র ক্যাডারে’ সর্বাধিক ২৫ শতাংশ 'অগ্নিবীর'-কে অন্তর্ভুক্ত করা হবে।
বেতন কত হবে?
১) প্রথম বছর: মাসিক বেতন ৩০,০০০ টাকা। হাতꦿে পাবেন ২১,০০০ টাকা। ৩০ শতাংশ অর্থ (৯,০০০ টাকা) সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ৯,০০০ টাকা দেবে ভারত সরকার।
২) দ্বিতীয় বছর: মাসিক বেতন ৩৩,০০০ টাকা। হাতে পাবেন ২৩,১০০ টাকা। ৯,৯০০ টাকা সংশ্লিষ্ট 'ꦛঅগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে🧔। সঙ্গে ৯,৯০০ টাকা দেবে ভারত সরকার।
আরও পড়ুন: Govt Jobs: সরকারি চাকরিতে অগ্রাধিকার ‘অগ্নিবীর’-দের, বাহিনীতে ৪ বছর কাজে মিলতে পার꧋ে সুবিধা
৩) তৃতীয় বছর: মাসিক বেতন ৩৬,৫০০ টাকা। হাতে পাবেন ২৫,৫৮০ টাকা। ১০,৯৫০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। স🍰ঙ্গে ১০,৯৫꧂০ টাকা দেবে ভারত সরকার।
৪) চতুর্ꦯথ বছর: মাসিক বেতন ৪০,০০০ টাকা। হাতে পাবেন ২৮,০০০ টাকা। ১২,০০০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ১ཧ২,০০০ টাকা দেবে ভারত সরকার।
চার বছর চাকরির পর কত টাকার প্যাকেজ মিলবে?
'সেবা নিধি প্যাকেজ'-🐻র আওতায় ১⭕১.৭১ লাখ টাকা মিলবে। সেইসঙ্গে আয়কর দিতে হবে না ‘অগ্নিবীর’-দের।