স্পোর্টস (খেলাধুলো) কোটায় নিয়ো𝓰গ করবে ভারতীয় রেল। মধ্য রেলে ৫/৪, ৩/২ লেভেলের পদে𓂃 নিয়োগ করা হবে।
তারিখ
গত ১৩ ডি🐓সেম্বর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ আগামী ২৭ ডিসেম্বর। প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিবরণ
মোট ২১ টি পদে নিয়োগ করা হবে। ৫/৪ লে🦩ভেলে শূন্🦹যপদের সংখ্যা তিন। ৩/২ লেভেলে ১৮ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা
সর্বনিম্ন বয়স ১৮। সর্বোচ্চ ২৫ বছর পর্🅷যন্ত আবেদন করা যাবে। ২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে বয়সসীমা নির্ধারণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
১) ৫/৪ লেভেল: যে কোনও স্বীকৃত বিশ্বব🐈িদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে।
২) ৩/২ লেভেল: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ🗹্রেণি বা সমতুল্য পরীক্ষা বা মাধ্যমিকের পর নির্দিষ্ট বিভাগে NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
ট্রায়ালের মাধ্যমে 🔯নিয়োগ হবে। ট্রায়াল🐠ের পর যোগ্য প্রার্থীরা নিয়োগের পরবর্তী পর্যায়ের ছাড়পত্র পাবেন। ট্রায়ালে ৪০-এর মধ্যে কমপক্ষে ২৫ নম্বর পেতে হবে।
আবেদন ফি
প্রার্থীদের🍌 আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হব। যে প্রার্থীরা বৈধ বলে বিবেচিত হবেন এবং ট্রায়ালে অংশগ্রহণ করবেন, তাঁরা ৪০০ টাকা ফেরত পেতে পারেন। তফসিলি জাতি, তফসিলি উপজ𓆏াতি, এক্স-সার্ভিসম্যান, মহিলা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা।