আজ প্রকাশিত হচ্ছে না সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই-মেন) ফলাফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ডিরেক্টর-জেনারেল বিনীত জোশী জানিয়েছেন, আগামী দু'একদিনের মধ্যে ফল প্রকাশিত হবে। সেই পরিস্থিতিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (আইআইটি) প্রবেশিকার জেইই অ্যাডভান্সড রেজিস্ট্রেশনের পিছিয়ে গিয়েছে।কীভাবে রেজাল্ট দেখবেন?১) jeemain.nta.nic.in-তে ওয়েবসাইটে যান২) ডিসপ্লেতে রেজাল্টের লিঙ্ক দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।৩) লগ ইনের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করুDigiLocker ফলাফল দেখার পদ্ধতি:১) DigiLocker লিঙ্কে ক্লিক করে আধার নম্বর অনুযায়ী নিজের নাম, জন্মের তারিখ, মোবাইল নম্বর দিন।২) একটি ছয় ডিজিটের সিকিউরিটি পিন সেট করে নিজের ই-মেল আইডি দিন।৩) এরপর আধার নম্বর যোগ করুন।৪) তথ্য 'সাবমিট' করে একটি ইউজারনেম বেছে নিন।৫) এরপর DigiLocker অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাপ্লিকেশন নম্বর জমা দিয়ে সেখানে ফল দেখুন।ন।