জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন ২০২৪-এর প্রথম সেশনের প্রোভিশনাল অ্যানসার কি পও্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nta.ac.in -এ গিয়ে দেখতে পারবেন। এছাড়া নীচে এর লিঙ্ক দেওয়া হয়েছে। সরাসরি অ্যানসার কি দেখতে নীচে ক্লিক করুন।
কীভাবে অ্যানসার কি ডাউনলোড করা যাবে?
- jeemain.nta.ac.in ওয়েবসাইটে যান।
- আপনার আবেদন নম্বর এবং জন্ম তারিখ লিখুন।
- লগইন করুন এবং উত্তর কি সেখানেই দেখতে পারবেন।
- প্রোভিশনাল উত্তর কি-এর সঙ্গে নিজের দেওয়া উত্তর মিলিয়ে দেখুন।
উল্লেখ্য, এবছর জেইই মেন পরীক্ষার জন্য সর্বোচ্চ সংখ্যক আবেদনকারী নাম নথিভুক্ত করিয়েছেন। এই প্রথম জেইই মেন পরীক্ষায় রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখের গণ্ডি ছাড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, এবার প্রায় ১২.৩ লাখ পরীক্ষার্থী জেইই মেন পরীক্ষা বসার জন্য নাম নথিভুক্ত করিয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবারের জেইই মেন পরীক্ষা। এর ফলাফল প্রকাশিত হবে ১২ ফেব্রুয়ারি। (আরও পড়ুন: বাংলার ২১ লাখ মানুষের কাছে🐓 কীভাবে পৌঁছবে ১০০ দিনের কাজে𒀰র টাকা? জানাল নবান্ন)
আরও পড়ুন: চলল যাবতীয় পরীক্ষা, এরই মাঝে ইস্ট-ওয়েস্ট মেট্রোর আরও এক সꦆ্টেশনের ছবি সামনে
জেইই মেন-এ দু'টি পেপার ছিল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি, কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে বি.ই এবং বিটেক কোর্সে ভরতির জন্য প্রথম পেপারের পরীক্ষা নেওয়া হয়েছে। আইআইটিতে ভরতির জন্য অবশ্য জেইই (অ্যাডভান্সড) পরীক্ষায় পাশ করতে হয়। জেইই মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই পরীক্ষায় বসতে পারেন পরীক্ষার্থীরা। আর B.Arch এবং B.Planning কোর্সে ভরতির জন্য দ্বিতীয় পেপারের পরীক্ষা নেয় এনটিএ। (আরও পড়ুন: ꩲফের পারডু বিশ্ববিদ্যালয়! নীলের পর আরও এক🧜 ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃতদেহ উদ্ধার)
আরও 𒐪পড়ুন: অস্ট্রেলিয়ার সংসদে ই🐼তিহাস বরুণ ঘোষের, সেনেটর পদে শপথ নিলেন গীতায় হাত রেখে
এরপর এপ্রিলে আরও একদফায় অনুষ্ঠিত হবে জেইই মেন। এর রেজিস্ট্রেশন চলবে ২ ফেব্রুয়ারি থে𓃲কে🌟 ২ মার্চ পর্যন্ত। সেই দফায় পরীক্ষা হতে চলেছে ১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে। এদিকে সেই পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে ২৫ এপ্রিল।