প্রথম পর্যায়ের কাউন্সেলিং তালিকা প্রকাশ করল জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (JoSAA)। JoSAA-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে ৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলে। রেজিষ্টার করা প্রার্থীরা JoSAA আসন বন্টনের ফলাফল josaa.nic.in এ গিয়ে দেখতে পাবেন।পর্যায়ে সিট দেওয়া হবে তাঁদের অনলাইন ফি ও প্রয়োজনীয় নথি ১৯ অক্টোবরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে জমা দিতে হবে।এবার ৬টি পর্যায়ে আসন বন্টন করা হবে।কী ভাবে প্রথম পর্যায়ের তালিকা দেখা যাবে:• josaa.nic.in এই ওয়েব সাইটে যেতে হবে।• হোমপেজে গিয়ে view seat allotment result of round-1' এই লিংকে ক্লিক করতে হবে।• নিজস্ব নথি জমা করে লগ আইন করতে হবে।• JoSAA-এর প্রথম পর্যায়ের তালিকা স্ক্রিনে দেখা যাবে।• ভবিষ্যতের জন্য একটি ডাউনলোড করতে হবে ও প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।শিক্ষা দফতর ২০২০- ২১ শিক্ষাবর্ষে ১১০টি প্রতিষ্ঠানে ভরতির আসন বরাদ্দ করতে JoSAA ২০২০ গঠন করে। এই প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ২৩টি IIT, ৩১টি NIT, IIEST শিবপুর, ২৫ টি IIIT এবং সরকার অনুদিত ২৯ টি টেকনিক্যাল ইনস্টিটিউট।