বাংলা নিউজ > কর্মখালি > Fees of Rau's IAS Coaching Center: যে কোচিং সেন্টারে মৃত্যু হল ৩ UPSC ক্যান্ডিডেটের, সেখানে পড়ার ফি কত জানেন?
দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরের আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে সম্প্রতি। অনুমোদন ছাড়াই বেসমেন্টে লাইব্রেরি খোলা হয়েছিল রাউ'স স্টাডি সার্কেল নামক সেই নাম করা কোচিং সেন্টারে। এর জেরেই দিল্লি পুরসভা এবং সংশ্লিষ্ট আইএএস কোচিং সেন্টারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। তবে এই রাউ'স স্টাডি সার্কেলে পড়তে গেলে চাকরিপ্রার্থীদের কত করে ফি দিতে হয় জানেন? রিপোর্ট অনুযায়ী, ৯ থেকে ১০ মাসের জন্যে জেনারেল স্টাডির কোর্সের জন্যেই রাউ'স স্টাডি সার্কেল চাকরিপ্রার্থীদের থেকে চার্জ করে ১ লাখ টাকা! তবে সেটা সাধরণ কোর্স। এই কোচিং সেন্টারে ইন্টিগ্রেটেড ফাউন্ডেশন কোর্সে পড়তে গেলে আরও অনেক টাকা খসাতে গেলে দিতে হয় আরও অনেক টাকা। (আরও পড়ুন: বাংলার সরকারি কর্মীদের 'অ্🎃যাপ🐻্রেসাল' সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের)