আগামিকাল WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন বাড়তি মেট্রো চালানা হবে। এমনিতে রবিবার সকাল ন'টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। আগামিকাল (রবিবার) সকাল আটটা ৩০ মিনিট থেকে মেট্রো চলবে। ১৩০ টি মেট্রোর পরিবর্তে ১৩৪ টি মেট🎃্রো চালানো হবে।
WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন (১৯ জুন) প্রথম মেট্রোর সময়
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টা'র পরিবর্তে)।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টা'র পরিবর্তে)।
- দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টা'র পরিবর্তে)।
- দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টা'র পরিবর্তে)।
WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন (১৯ জুন) শেষ মেট্রোর সময়
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৭ মিনিট।
- কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।
- দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট।
WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন কী কী নথি নিয়ে যেতে হবে?
১) WBCS চাকরিপ্রার্থীদের দুটি একইরকম স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে।💯
২) মাধ্যমিক বা সমতুল্য পরীক্🍸ষার শংসাপত্র/পাসপোর্ট ব♎া প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে প্রার্থীদের।
৩) প্রার♏্থীদের বাধ্যতামূলকভাবে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। যা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।
আরও পড়ুন: WBCS Prꦯeli Exam 2022: এইসব নথি🍎 না নিয়ে গেলে দেওয়া যাবে না পরীক্ষা, আপনি নিচ্ছেন?
WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
১) পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষাকেন্দ্রের ভিতরে ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে। সক🅠াল ১১ টা ৫০ মিনিটের পর পরীক্ষ൲াকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২) পরীক্ষার্থীদের কালো বল পয়েন্ট পেন দিয়ে উত্তর দিতে হবে꧃।
৩) পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। নাহলে পরীক্ষাকেন্😼দ্রে প্রবেশ🅷 করতে দেওয়া হবে না। সঙ্গে মেনে চলতে হবে যাবতীয় করোনাভাইরাস বিধি।