QS Asia University Rankings ২০২৩: কিউএস-এর এশিয়ার সেরা ১০০টি প্রতিষ্ঠানের তালিকায় ভারতের ৭টি। এই ৭টি ভারতীয় প্রতিষ্ঠানের মধ্যে ৫টি আইআইটি রয়েছে। বাকি দুইটি হল IISc ব্যাঙ্গালোর এবং দিল্লি বিশ্ববিদ্যালয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) বম্বে এই নয়া তালিকায় তাদের র্যাঙ্কিং আরও ভাল করেছে। ভারতীয় প্রতিষ্ঠানদের মধ্যে এই তালিকায় শীর্ষে রয়েছে আইআইটি বম্বে। আরও পড়ুন: PhD Rules UGC: টাকা দিয়ে জার্নাল ছাপানোর দি♐ন শেষ, পাবলিশ করারই নিয়ম তুলে দিল UGC
IIT দিল্লি এশিয়ার ৭৬০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৬তম স্থানে রয়েছে। গত বছর আইআইটি দিল্লির র্যাঙ্কিং ৪৫ তম ছিল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) গত বছরের(৫৬) তুলনায় আরও ভাল পারফর্ম করেছে। চলতি বছর IISc ৫২ তম অবস্থানে রয়েছে। আইআইটি মাদ্রাজ-ও তাদের র্যাঙ্কিং আরও ভাল করেছে। বর্তমানে IIT মাদ্রাজ ৫৩তম স্থানে রয়েছে। আইআইটি খড়গপুর ৬১তম স্থানে রয়েছে। আইআইটি কানপুর ৬৬তম এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ৮৫তম♛ স্থান পেয়েছে।
এই তালিকায় শীর্ষে রয়েছে চিনের পিকিং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থান💙ে চিনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়।
কিউএস র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা প্রতিষඣ্ঠ🦄ান ও তাদের স্কোর
র্যাঙ্ক- ১. পিকিং ইউনিভার্সিটি - ১০০,
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর্যাঙ্ক- ২. সিঙ্গাপুর ন্যাশনা🍸ল ইউনিভার্সিটি - ৯৭.৪.
র্যাঙ্ক- ৩. সিংহুয়া ইউনিভার্সিটি - ৯৭.৩
র্যাঙ্ক- ৪. হংকং বিশ্ববিদ্যালয় - ৯৬.৮
র্যাঙ্ক- ৫. নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিট🃏ি, সিঙ্গাপুর - ৯৬.৭
র্যাঙ্কিংয়ে ভারতের শিক্ষা🀅 প꧋্রতিষ্ঠান ও তাদের স্কোর
র্যাঙ্ক- ৪০.IIT বম্বে - ৬৮.৭
র্যাঙ্ক- ৪৬. IIT দিল্লি - ৬৪.৯
র্যাঙ্ক- ৫২. IISc ব্যাঙ্গালুরু - ৫৯.৪
র্যাঙ্ক- ৫৩. IIT মাদ্রাজ - ৫৯
র্যাঙ্ক- ৬১. IIT খড়গপুর - ৫৫.৪
র্যাঙ্ক- ৬৬. IIT কানপুর - ৫২.৪
র্যাঙ্ক- ৮৫. দিল্লি বিশ্ববিদ্যালয় - ৪৭.১
র্যাঙ্ক- ১১৪. IIT রুরকি - ৪০.৩
র্যাঙ্ক- ১১৯. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যাল𒈔য়෴, দিল্লি - ৩৮.৮
র্যাঙ্ক- ১২৪. IIT গুয়াহাটি- ৩৭.৮
আরও পড়ুন: ৭০ বছরে সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, প্রথম হলেন রাজ্যে!𝓀 নজির গড়লেন নারায়ণ
ভিআইটি ভেলোর (১৭৩), কলকাতা বিশ্ববিদ্যালয় (১৮১), যাদবপুর বিশ্ববিদ্যালয় (১৮২), আন্না বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এবং আইআইটি ইন্দোর (১৮৫), জামিয়া মিলিয়া ইস🐻লামিয়া (১৮৮🐎), BITS পিলানি (১৮৮) এবং অ্যামিটি বিশ্ববিদ্যালয় নয়ডা (২০০) এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে।