PhD Rules UGC: টাকা দিয়ে জার্নাল ছাপানোর দিন শেষ, পাবলিশ করারই নিয়ম তুলে দিল UGC
Updated: 09 Nov 2022, 02:47 PM IST২০১৬ সালের নির্দেশিকার বদলে নয়া পিএইচডি নিয়মাবলী, ২০২২ প্রযোজ্য হবে। নয়া নিয়ম অনুযায়ী পিএইচডি -র ক্ষেত্রে থিসিস পেপারের পাবলিকেশন বা প্রকাশনা বাধ্যতামূলক থাকছে না। এতদিন পিএইচডি-র জন্য গবেষক-পড়ুয়াদের কোনও স্বীকৃত জার্নালে নিজের থিসিস পেপার প্রকাশ করতে হত।
পরবর্তী ফটো গ্যালারি