আজ, মঙღ্গলবার থেকে ভর্তির ফর্ম দেওয়া শুরু হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তার ঠিক আগেই ফাইন আর্টস ও ভিসুয়াল আর্টস🦩-এ ভর্তি প্রক্রিয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে।
প্রতি বছরই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ফাইন আর্টস ও ভিসুয়াল আর্টসে ভর্তি নেওয়া হয়। দুই বিষয়ের ক্ষেত্রে লিখিত এবং প্র্যাকটিক্যাল🍎 দুই রকম পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এ বছর এই নিয়ে সমস্যা তৈরি হয়েছে। করোনার কারণে অনলাইনে লিখিত পরীক্ষা ন♎েওয়া গেলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, অন্যান্য বিষয়ের মত এই বিভাগের ১১টি বিষয়ে ফর্ম তোলা ও জমা দেওয়া যাবে। তা হলেও ভর্তি নিয়ে সং♕শয় থেকেই যাচ্ছে।
নৃত্য, গান, আঁকা ইত্যাদি বিষয়গুলিতে প্রাকটিক্যাল পরীক্ষা না নিয়ে শ👍ুধু মাত্র উচ্ছ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া যাবে ত নিয়ে সিদ্ধান্তে আসতে পারছে না বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে শুধুমাত্র অনলাইনেই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।