Railway Jobs: রেলে চাকরি নিয়ে করা হল বড় ঘোষণা, প্রচুর প্রার্থীর সামনে এল সুযোগ
1 মিনিটে পড়ুন Updated: 31 Mar 2022, 12:14 PM IST- ।
২১ টি আঞ্চলিক আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি যেতে পারবেন নীচের লিঙ্কে ক্লিক করে -
২) আজমেঢ় -
৩) এলাহাবাদ -
৪) বেঙ্গালুরু -
৫) ভোপাল -
৬) ভুবনেশ্বর -
৭) বিলাসপুর -
৮) চণ্ডীগড় -
৯) চেন্নাই -
১০) গোরখপুর -
১১) গুয়াহাটি -
১২) জম্মু ও শ্রীনগর -
১৩) কলকাতা -
১৪) মালদহ -
১৫) মুম্বই -
১৬) পাটনা -
১৭) রাঁচি -
১৮) সেকেন্দ্রাবাদ -
১৯) তিরবনন্তপুরম -
২০) শিলিগুড়ি -
প্রাথমিকভাবে গত ১৫ জানুয়ারি রেলের এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের ফ💧লাফল প্রকাশিত হয়েছিল। কিন্তু রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বিহার এবং উত্তরপ্রদেশ। সেই পরিস্থিতিতে তারইমধ্যে প্রার্থীদের দাবি বিবেচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।