জুনি🐓য়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (JTA) পদে নিয়োগ। বিজ্ঞপ্তি প্রকাশ করল সাউথ ইস্টার্ন রেলওয়ে। এই পদে মাসে ৩০ হাজার🦩 টাকা পর্যন্ত বেতন মিলতে পারে। অনলাইনে আবেদন করতে হবে।
কোন পদে নিয়োগ?
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (JTA) পদে নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে🔯র ১৫টি ও বৈদ্যুতিক নির্♌মাণের ২টি পদ রয়েছে।
মোট শূন্যপদের সংখ্যা
মোট ১৭টি শূন্যপদে নিয়োগের ব﷽িজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফলে প্রতিযোগিতা যে বেশ কঠিন হবে, তা বলাই যায়।
Railway JTA 2022: শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র টেকনি🃏ক্যাল অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় ব🉐া ইনস্টিটিউট থেকে উপরে উল্লেখিত বিষয়ে B.E বা B.Tech পাশ হতে হবে।
এর পাশাপাশি GATE কোয়ালিফায়েড হতে হবে।
Rail Jobs: আবেদন করবেন কীভাবে?
অফিশিয়াল ওয়েবসা🦹ইট ser.indianrailways.gov.i♈n থেকে আবেদন করতে পারবেন।
বয়সের উর্ধ্ব ও নিম্ন সীমা
বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। 🐼SC/ST শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড় দেওয়া হবে। OBC প্রার্থীদের জন্য ৩ বছর।
Railway JTA 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ আগামী ১৮ জুলাই ২০২২।