RRB Group D Admit Card 2022: আগামী মাসে হবে রেলওয়ে রিক্রুটমে𓂃ন্ট বোর্ডের (আরআরবি) গ্রুপ 'ডি' পরীক্ষা। সেই পরীক্ষার জন্য চলতি সপ্তাহেই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হতে পারে। যে নিয়োগ প্রক্রিয়ার ম♉াধ্যমে প্রায় ১.০৪ লাখ শূন্যপদ পূরণ করা হবে।
আরও পড়ুন: Indian Army Jobs: জুলাই থেকে শুরু রেজ☂িস্ট্রেশন, ‘অগ্নিবীর’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় সেনার
সাধারণত রেলের পরীক্ষার ১৫ দিন আগে 🥀অ্যাডমিট কার্ড প্💛রকাশ করা হয়। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, সেই ধারা থেকেই একটি মহলের তরফে ধারণা করা হচ্ছে যে চলতি সপ্তাহেই রেলের গ্রুপ 'ডি'-র পরীক্ষার (কম্পিউটার বেসড টেস্ট বা CBT) অ্যাডমিট কার্ড প্রকাশ করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
এমনিতে জুলাই থেকে সে🔯প্টেম্বর পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) গ্রুপ 'ডি' পরীক্ষা (RRB Group D CBT Exam) হবে। যে পরীক্ষার মাধ্যমে ১.০৩ লাখ শূন্যপদে নিয়োগ করবে রেল। সেজন্য আবেদন করেছেন ১.১৫ কোটি প্রার্থী।