Samsung Galaxy M33 5G গত ৮ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে। চিনা স্মার্টফোনের জনপ্রিয়তার বাজারেও এখনও স্যামসাং-এর যথেষ্ট কাটতি রয়েছে। বিশেষত স্যামসাং-এর একটা বাঁধাধরা গ্রাহক বেস রয়েছে। আর তাদের জন্যই এক নয়া স্মার্টফোন আনল সংস্থা। কিনতে পারবেন স্যামসাং-এর অফিসিয়⛄াল ওয়েবসাইট ও আমাজন থেকে।
২০ হাজার টাকার মধ্যে:
ভারতে ২০ হাজার টাকার কমের, মিড সেগমেন্টের স্মার্টফোনেরই চাহিদা সবচেয়ে বꦉেশি। সেই বাজারে তা🎶ই কম্পিটিশনও প্রচুর। আর সেই প্রতিযোগিতামূলক বাজারেই নতুন প্রতিযোগী Samsung Galaxy M33 5G।
দুর্দান্ত ব্যাটারি
স্যামসাংয়ের মিড সেগমেন্টের বাজারে এখন ইউএসপি তাদের দুর্দান্ত ব্যাটারি। নতুন M33 5G-ও ব্যাতিক্রম নয়। এই ফোনে 🍌পাবেন ৬,০০০ mAh ব্যাটারি। ফলে প্রচুর ব্যবহার করলেও নিশ্চিন্তে সারাদিন চার্জ থাকবে।
ফলে ব্যাটারি আপনার অগ্রাধিকার হলে এই ফোনটি চোখ বুজে নিতে পারেন।
আরও পড়ুন: ছবিতে Samsung Galaxy M33 5G-এর রিভিউ
এক নজরে দেখে নিন Samsung Galaxy M33 5G-র স্পেসিফিকেশন :
- RAM : 6 GB /8 GB
- Internal Memory : 128 GB
- Processor : Exynos 1280
- ব্যাটারি : ৬,০০০ mAh, 25W ফাস্ট চার্জিং
- ডিসপ্লে : 6.6 -inch FHD+ Infinity-V
- রিয়ার ক্যামেরা : ৫০ MP প্রাইমারি সেন্সর, ২MP ডেপথ, ২MP ম্যাক্রো এবং একটি ৫MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
- ফ্রন্ট ক্যামেরা: ৮ MP
Samsung Galaxy M33 5G-র দাম