নিট ইউজি পরীক্ষা পুনরায় করানোর নির্দেশ দিতে হলে এটা নিশ্চিত করতে হবে যে গোটা পরীক্ষাই অস্বচ্ছ ছিল। আজ নিট প্রশ্নপত্র ফাঁস মামলার শুনানি চলাকালীন এই পর্যবেক্ষণই করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগে গত ১০ জুলাই গভীর রাতে সুপ্রিম কোর্টে নিট পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে একটি হলফনামা পেশ করে এনটিএ। সেই হলফনামায় এনটিএ দাবি করেছিল, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সত্যি নয়। (আরও পড়ুন: 'ভালোবাসার নামে ছেলেকে ঠ𒀰কিয়েছেౠ স্মৃতি', আরও বিস্ফোরক দাবি শহিদ ক্যাপ্টেনের বাবার)
আরও পড়ুন: TMC নেতার নেতৃত্বে 'দাদাগিরি', জুনপুটে মিসাইল লঞ্চপ্যাডের কꦉাজ ব🔯ন্ধ করল DRDO
এদিকে আজ মামলার শুনানি চলাকালীন এবছরের নিট টপাররা কোন কোন রাজ্যের কোন শহর থেকে এসেছেন, তা জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি। জবাবে নিট জানায়, এবারের শীর্ষ ১০০ স্থানে থাকা টপাররা ১৮ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৬টি শহরের ৯৮টি সেন্টারের থেকে এসেছেন। এদিকে মাদ্রাস আইআইটির যে রিপোর্টের ওপর ভিত্তি করে এনটিএ দাবি করছে যে পরীক্ষা স্বচ্ছ ভাবেই হয়েছে, সেই রিপোর্ট তৈরি হয়েছে ২৩ লাখ পরীক্ষার্থীকে নিয়ে। রিটেস্টের দাবি জানানো আইনজীবীর দাবি, এই রিপোর্ট সুযোগ পাওয়া ১ লাখ পরীক্ষার্থীর ওপরে ফোকাস করা উচিত ছিল। এই আবহে আদালত জানতে চায় যে নিট পীক্ষায় উত্তীর্ণ ১ লাখ ৮ হাজার পরীক্ষার্থীদের মধ্যে কতজন করেকশন পিরিয়ডে নিজেদের পরীক্ষা কেন্দ্র বদলের আর্জি জানিয়েছিলেন। (আরও পড়ুন: 'অমৃত বৃষ্টি' নামে নয়া বিশেষ ফিক্সড ডিপ🐽োজিট চালু করল SBI, সুদ ৭.৭৫%🅘, জানুন বিশদে)
আরও পড়ুন: ২০-২৫ꦰ% নয়, একেবারে ২০০-৩০০% চার্জ বাড়াতে পারে সুꦇইগি-জোমাটো, মত রেস্তোরাঁগুলির
আরও পড়ুন: বেশি সংখ্যক কন্নড় ভাষীরা যাতে চাকরি পায়... 'কোটা' বিল স্🦋থগিত হলেও অক♛পট খাড়গে
এর আগে হলফনামায় এনটিএ-র দাবি ছিল, পটনায় যে সব পরীক্ষার্থী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, তারা কেউই পরীক্ষায় এমন কোনও ভালো মার্কস পাননি। পরীক্ষার স্বচ্ছতা এতে নষ্ট হয়নি। শহর, রাজ্য, এমনকী সেন্টার ধরে ধরে পরীক্ষার ফল বিশ্লেষণ করে এনটিএ দাবি করেছে, প্রথম ১১ হাজার ব়্যাঙ্ক করা পরীক্ষার্থীরা দেশের সব কোণেই ছড়িয়ে আছেন। এনটিএ জানায়, আইআইটি মাদ্রাজকে দিয়ে তারা নিটের ফলের পর্যালোচনা করিয়েছে। তাতে কোনও অনিয়ম ধরা পড়েনি। (আরও পড়ুন: বাংলায় তৈরি হবে আরও এক বি🍷মানবন্দর, চলছে ব্রিট✱িশ জমানার এয়ারস্ট্রিপের সমীক্ষা)
আরও পড়ুন: ভিস্তারার সাথে হবে মার্জার, কর্মীদের জন্যে স্বেচ্ছাবসর স্কিম চালু এয়া✤র ইন্ডিয়ার
আরও পড়ুন: দু'দিনে ১৪৫০ টাকা বেড়ে গেল সোনার দাম! আজ হলুদ ধাতুর র😼েট কোন উচ্চতায় পৌঁছল?
এরই পাশাপাশি এনটিএ দাবি করে, 'পটনায় নিট পরীক্ষার প্রশ্নপত্র যে ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হয়েছিল, তার কোনওটারই তালা ভাঙা ছিল না। কোনও প্রশ্নপত্রই হারিয়ে যায়নি পরীক্ষার আগে। এনটিএ পর্যবেক্ষকরা এই নিয়ে কোনও অভিযোগ জানাননি।' আর রাজস্থানে সাওয়াই মাধোপুরের ঘটনা প্রসঙ্গে এনটিএ-র দাবি, সেখানে প্রথমে ভুল প্রশ্নপত্র বিলি করা হয়েছিল। পরে তা শুধরে নেওয়া হয়েছিল। তবে অনেক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে হল ছেড়েছিলেন। তাই সেই সব পরীক্ষার্থীদের মাধ্যমে কিছু প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। (আরও পড়ুন: বেসরকারি হাতে উঠবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? রেল বোর্ডের 🍰পরিদর্শন ঘিরে জল্পনা)
আরও পড়ুন: লোকালযাত্রীদের জন্যে সুখবর, এই রুটে🧸 চালানো হবে অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন