SSC Phase IX 2021: ৩ হাজারের উপর শূন্যপদের জন্য আবেদন শুরু
1 মিনিটে পড়ুন Updated: 27 Sep 2021, 09:55 PM IST-
নির্বাচন প্রক্রিয়া:
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং উপরের স্তরের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার পদগুলির জন্য অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্⛦রশ্ন হবে।🥂 স্তর অনুযায়ী তিনটি পৃথক কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে।
মূলত ৪টি বিষয় থেকে প্রশ্ন আসে। ইংরেজি ভাষা, দশ✱ম শ্রেণি স্তরের গণিত, জেনারেল ইন্টেলিজেন্স ও জিকে-কারেন্ট অ্যাফেয়ার্স।
আবেদন ফি:
জেনারেল প্রার্থ⛄ীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। মহিলা প্রার্থী এবং তফসিলি জাত🎃ি (এসসি), তপশিলি উপজাতি (এসটি), প্রতিবন্ধী (পিডব্লিউডি) এবং প্রাক্তন সৈনিকদের (ইএসএম) কোনও ফি লাগবে না।