বাংলা নিউজ > কর্মখালি > UGC New Rule: ডিগ্রি মিলবে চটজলদি! আরও কম সময়ে কোর্স শেষের নিয়ম আনতে চলেছে UGC
ডিগ্রি পেতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না এবার। তিন বছরের ডিগ্রি কোর্সে ভর্তি হলে আড়াই বছরের মাথায় সেই কোর্স শেষ করা যাব♛ে। আবার কেউ যদি চার বছরের ডিগ্রি কোর্সে ভর্তি হয়, তবে সেটি শেষ করা যাবে তিন বছরের মাথায়। সম্প্রতি নতুন ধরনের এমনই এক ব্যবস্থা জারি করার কথা ভাবছে ইউজিসি। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ সাল থেকেই এই ব্যবস্থা শুরু করতে পারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
আরও পড়ুন - CBSE পরীক্ষায় সিলেবাসে কাটছাঁট? ওপেন বুক এক্সাম হবে? ক🐼ী জানাল বোর্ড
নতুন ধরনের ব্যবস্থার রূপরেখা
নতুন ধরনের এই শিক্ষাব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার মুখ খোলেন ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার। তিনি বলেন, যেসব পড়ুয়ারা দ্রুত কোর্স শেষ করতে সমর্থ, তাদের জন্য ইউজিসি এই বিশেষ๊ সুবিধা দেবে। এমন একটা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সবটাই এখনও আলোচনার স্তরে রয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, চেন্নাইয়ে সার্দান জোন কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়টির উল্লেখ করেন তিনি। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি নিয়ে এই বিশেষ কনফারেন্সের আয়োজন করা হয়। তবে নতুন ধরনের এই নিয়ম চালু হলেও পুরোনো নিয়ম আগের মতোই বহাল থাকবে বলে জানান তিনি। তাঁর কথায়, যারা ধীরেসুস্থে কোর্স শেষ করতে চান, তারা চার বছরের শিক্ষাকাঠামো মেনেই কোর্স শেষ করতে পারবেন।আরও পড়ুন - হিজাব না পরলেই সꦿোজা ‘যন্তরমন্তর ঘর’, চলবে ‘মগজ ধোলাই’! ইরানে চালু হল ক্লিনিক
কী বললেন ইউজিসি চেয়ারম্যান?
ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমারের ক🌺থায়, এই পদ্ধতি চালু হলে পড়ুয়ারা হাতে বেশ কিছুটা সময় পাবে। ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অতিরিক্ত সময় তাঁরা হাতে পাবে বলে জানিয়েছেন তিনি। এই সময়টুকু কেরিয়ার গড়ার পিছনে অন্যভাবে ব্যয় করতে পা♒রবে পডুয়ারা।