করোনাভাইরাসꦰেরಌ বাড়বাড়ন্তে আরও একটি পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়, আগামী মাসে যে ইউজিসি-নেট পরীক্ষা হওয়ার কথা ছিল, তা বর্তমান পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হল।
চলতি বছর ২ মে থেকে ১৭ মে পর্যন্ত ইউজিসি-নেট হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে দেশে নয়া আক্রান্তের সংখ্যা দু'লাখের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখর𒈔িয়াল ‘নিশাঙ্ক’ বলেন, ‘কোভিড-১৯ মহামারীর পরিস্থিতিতে প্রার্থীদের সুরক্ষা এবং সুস্বাস্থ্যের বিবেচনা করে এনটিএয়ের ডিজিকে ইউজিসি-নেট ডিসেম্বর ২০২০ সাইকেলের (মে ২০২১) পরীক্ষা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলাম।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘তোমাদের সবাইকে সুরক্ষিত থাকার এবং করোনাভাইরাসের যাবতীয় বিধি মেনে চলার আর্জি জানাচ্ছি।’
তবে কবে ইউজিসি-নেট পরীক্ষা হবে, সে বিষয়ে এখন🤪ই কিছু জানানো হয়েনি। এনটিএয়ের তরফে জানানো হয়েছে, পরীক্ষার নির্ঘণ্ট পরে ঘোষণা করা হব💎ে। কমপক্ষে ১৫ দিন আগেই প্রার্থীরা সেই নির্ঘণ্ট জানতে পারবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।
ইতিমধ্যে করোনার প্রকোপে একাধিক পরীক্ষা পিছিয়ে গিয়েছে। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার স্নাতকোত্তর পরীক্ষা (নিট-পিজি), জেইই (মেন) - ২০২১ এপ্রিল সেশনের পরীক্ষা স্থগিত আছে। গত সোমবা🦄র ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) তরফে জানানো হয়, ইন্ডিয়ান ইকোনকিম সার্ভিস (আইইএএস) এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল সার্ভিস (আইএসএস) পরীক্ষার ইন্টারভিউ পিছিয়ে দেওয়া হচ্ছে।