নিট পিজি ২০২৩ পরীক্ষার জন্য আবেদনকারী এমবিবিএস পড়ুয়াদের ইন্টার্নশিপের কাট-অফ তারিখ ৩০ জুন থেকে ১১ অগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরি𝔍বার কল্যাণ মন্ত্রক। মঙ্গলবার এই সংক্রান্ত ঘোষণা করেছে কেন্দ্র। এর আগে গত ১৩ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে কাট-অফ তারিখ ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় এই কাট-অফ তারিখ বাড়ানো হল। উল্লেখ্য, আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতোকত্তর (NEET PG 2023) পরীক্ষা। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS) এই পরীক্ষা পরিচালন করতে চলেছে। বর্ধিত কাট-অফ সময়কালের মধ্যে পড়া পড়ুয়ারা আগামী ৯ ফেব্রুয়ারি দুপুর তিনটে থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নাম রেজিস্টার করাতে পারবেন।
এর আগ💖ে, জানুয়ারির প্রথম দিকে যখন নিট পিজি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তখন আবেদনকারী এমবিবিএস পড়ুয়াদের বাধ্যতামূলক ইন্টার্নশিপের তারিখ ৩১ মার্চ ধার্য করা হয়েছিল। সেই সময় ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর'স অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয়েছিল, ইন্টার্নশিপের জন্য যে কাট-অফ ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ী আর্ধেকের বেশি ইন্টার্ন চিকিৎসক পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবেন না। ইন্টার্নশিপ সংক্রান্ত এই কাট-অফ তারিখ স্থগিত করার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছেও চিকিৎসকদের সংগঠন চিঠি লিখেছিল। তাঁদের বক্তব্য, এই কাটঅফ-এর কারণে দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে ইন্টার্নদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্๊য ঘোষণা করা হবে।
এদিকে আগে যে আবেদনকারীরা রেজিস্ট্রেশন করেছেন, তাঁদের ফর্মে কোনও ভুল থাকলে তা শুধরোনো যাবে ১৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে ২৭ ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। ৫ মার্চ পরীক্ষা হওয়ার পর আগামী ৩১ মার্চ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এদিকে বর্ধিত কাট-অফ 𝔉𓃲সময়কালে যোগ্য ইন্টার্ন আবেদনকারীরা ৯ তারিখ থেকে যে ফর্ম পূরণ করবেন, তাতে পরীক্ষার কেন্দ্র হিসেবে বেঁচে থাকা বিকল্প থেকেই বেছে নিতে হবে।