নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতর। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) মাধ্যমে। বাংলা ভাষা পড়তে, ল🌃িখতে এ🌜বং বলতে জানলে তবেই আবেদন করা যাবে। ভারতের যে কোনও জায়গা থেকে আবেদন করা যাবে।
বিস্তারিত বিবরণ
মোট শূন্যপদ : ১২ টি
ꦿপদের নাম : অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যানিমাল রিসোর্স♚েস ডেভেলপমেন্ট।
বয়স : ৪০ বছরের মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হিসে🤪ব করবেন ২০২১ সালের ১ জানুয়ারির নিরিখে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এগ্রিকালচার বা ভেটেনারি সায়েন্স বা অ্যানিমাল হাজবে💞ন্ড্রি বিষয়ে ডিগ্রি পাস করতে হবে। সেই সঙ্গে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগ্রিকালচার বা ভেটেনারি সাযেন্স পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাস করে থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন: পে-লেভেল ১🐈৬ অনু্যায়ী মাসিক বেতন ৫৬,১০০ থেকে ১৪৪,৩০০ টাকা।
আবেদন জানানোর শেষ তারিখ আগাম𝄹ী ১ ফেব্রুয়ারি। আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবꦰসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি: জেনারেল এবং ওবিসি প্রাথীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ২🐈১০ টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।