ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া। কনস্টেবল এবং মহিলা কনস্টেবল মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা ৮,৬৩২। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বো🔴র্ডের অফিসিয়াল ওয়েবসাইট -তে গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
পদ সংখ্যা :
কনস্টেবল - ৭,৪৪০।
মহিলা কনস্টেবল - ১,১৯২।
বয়স :
কনস্টেবল - ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীর বয়স ২০-র নীচে এবং ২৭-র 🀅উপর হতে পারবে না। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ🦹্গের ওবিসি প্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা :
কনস্টেবল - আবেদনকারীদের স্বীকৃত কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। তাঁদের বাংলায় কথা বলতে, লিখত🐠ে এবং পড়তে জানতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদেꦆর ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োজ্য নয়।
আবেদন ফি :
কনস্টেবল - অনলাইনে আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের ১৭৫ টাকা দিতে হবে (যাঁরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেট বা অন্যান্য অ্যাপের মাধ্যমে টাকা জমা দেবেন)। 'সহজ মিত্র কেন্দ্র'-এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য ১৯৩ ✤টাকা ফি (জিএসটি-সহ পরিষেবা খরচ ধরে) দিতে হবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ২০৬ টাকা (জিএসটি ধরে) জমা দিতে হবে। পশ্চিমবঙ্গে🎐র তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ‘প্রসেসিং ফি’ ২০ টাকা জমা দিতে হবে। সঙ্গে জিএসটি বাবদ 'সহজ মিত্র কেন্দ্র' এবং ব্যাঙ্কে বাড়তি দিতে হবে।
আবেদনের সময়সীমা : আগাম𓃲ী ২০ ফেবಞ্রুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত।