WBCS প্রিলিমিনারি পরীক্ষ✃ার জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ১৯ জুন বাড়তি মেট্রো চলবে। সেইসঙ্গে সকালে ৩০ মিনিট আগে থেকেই পরিষেবা শুরু হবে। &n🤡bsp;
মঙ্গলবার কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ১৯ জুন 🍷সকাল ৮ টা ৩০ মিনিট থেকে শুরু হবে পরিষেবা। কবি সুভাষ, দক্ষিণেশ্বর এবং কলকাতা থেকে সকাল ৮ টা ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। সবমিলিয়ে সেদিন মোট ১৩৪ টি (৬৭ টি আপ এবং ৬৭ টি ডাউন অভিমুখে) মেট্রো চলবে বলে জানানো হয়েছে। অন্য রবিবার ১৩০ টি মেট্রো চালানো হয়। সেইসঙ্গে মেট্রোর তরফে জানানো হয়েছে, সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময় ১০ মিনিটের ব্যবধানে পরিষেবা মিলব🅠ে।
আরও পড়ুন: WBCS Preli Ex🦄am 20🍌22 Admit Card: কীভাবে ডাউনলোড করবেন? দেখে নিন পদ্ধতি
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প♓্রথম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট।
২) দক্ষিণেশ্বর থে🧔কে কবি সুভাষগামী প্র☂থম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট।
৩) দমদম ෴থেকে কবি সুভাষগামী প্রথম মেট্র♉ো: সকাল ৮ টা ৩০ মিনিট।
৪) দমদ൩ম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সক꧂াল ৮ টা ৩০ মিনিট।
কবে WBCS প্রিলিমিনারি পরীক্ষা কবে?
পশ্চিম🍬বঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফে জানানো হয়েছে, আগামী ১৯ জুন (রবিবার) বেলা ১২ টা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন কী কী নথি নিয়ে যেতে হবে?
১) দুটি স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে যেতে হবে।
২) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টܫিফিকেটꦦ/ছবি দেওয়া পাসপোর্ট বা প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে।
৩) অ্যাডমিট কার্ড লাগবে।