আগামিকাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। দুপুর দুটো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জয়েন্টের ফলাফল প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আর ফলপ্রকাশের আগেরদিনই ‘ফাইনাল অ্যানসার কি’ বা চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। যা পরীক্ষার্থীরা এই প্রতিবেদনের নীচেই দেখতে পারবেন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’-র পিডিএফ দেওয়া আছে। সেই পিডিএফ দেখে বুঝতে পারবেন যে জয়েন্ট পরীক্ষায় কত পাবেন। কারণ ওই ‘ফাইনাল অ্যানসার কি’-র ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে। ত♐াছাড়া রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘ফাইনাল অ্যানসার কি’ দেখতে পারবেন প্রার্থীরা।
অনলাইনে কখন থেকে রাজ্য জয়েন্টের ফলাফল দেখা যাবে?
দুপুর ২ টো ৩০ মিনিಞটে আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হলেও অনলাইনে রেজাল্ট দেখার জন্য প্রার্থীদের আরও দেড় 𓄧ঘণ্টা অপেক্ষা করতে হবে। বিকেল ৪ টে থেকে প্রার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। সেজন্য তাঁদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in-তে যেতে হবে।
কীভাবে অনলাইনে রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল দেখতে হবে?
১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস✱ বোর্ডে𓆏র অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in-তে যেতে হবে প্রার্থীদের।
২) হোমপেজে ‘WBJEE’ ট্যাব দেখতে পারবেন প্রার্থ🀅ীরা। সেখানে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে ‘WBJEE 2024 Results’-র লিঙ্ক আছে🐬। তাতে ক্লিক করতে হবে।
৪) একট🌃ি নতুন পেজ খুলে যাবে। সেখান দিয়ে লগইন করতে হবে। তাহলেই স্ক্রিনে রাজ্য জয়েন্ট পরীক্ষার 'র্যাঙ্ক কার্ড' দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
আরও পড়ুন: SSC CGL Preparation: UPSC নাহলে SSC C🦩GL-ই সেরা! কীভাবে প্রথমবারেই ক্র্যাক করবেন? রইল পুরো টিপস
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’
২০২৪ সালের রাজ্য জয়েন্ট পরীক্ষা
গত ২৮ এপ্রিল রাজ্য জয়েন্ট পরীক্ষা হয়েছিল। তারপর ৭ মে 'প্রভিশনাল অ্যানসার কি' প্রকাশ করেছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেটা চ্যালেঞ্জ করার জন্য কয়েকদিন সুযোগ দেওয়া হয়েছিল। সেই পর্ব মিটে যাওয়ার প্রায় এক মাস পরে আজ চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ💫 করা হয়েছে। আর বৃহস্পতিবার দুপুর ২ টো ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।