WBPSC Clerkship admit card Download: আবেদনকারী ৭ লাখ, WBPSC ক্লার্কের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এখানে
1 মিনিটে পড়ুন Updated: 03 Nov 2024, 11:06 AM IST- (আরও পড়ুন: 'কি কিউট...', 🍸রাজ্যেඣর বেতন ও ডিএ বৃদ্ধি হলেও ঠকেছেন সরকারি কর্মীরা?)
আরও পড়ুন: ৩ কি ৪% নয়, ভাতা বাড়ল ৭ গুণ! পকেট ভারী হবে বাংলার কোন সরকারি কর্ꩲমীদের?
অ্যাডমিট কার্ড প্রকাশ নিয়ে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ক্লার্কশিপ পরীক্ষা, ২০২৩ (পার্ট-১)-এর পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইট wbpsc.ucanapply.com থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্যে পরামর্শ দেওয়া হচ্ছে। ২০২৪ সালের ২ নভেম্বর থেকে এই ই-অ্যাডমিট কার্๊ড উপলব্ধ থাকবে ওয়েবসাইটে। উল্লেখ্য বিষয়, ডাব্ল💖ুবিপিএসসি অফিস থেকে কোনও পরীক্ষার্থীকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না।'
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে?
- প্রথমে psc.wb.gov.in অথবা wbpsc.ucanapply.com ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে 'ডাউনলোড অ্যাডমিট-কার্ড (লিখিত/স্ক্রিনিং টেস্ট)' লিঙ্ক দেখতে পাবেন হোমপেজের ডানদিকে। তাতে ক্লিক করতে হবে।
- এরপর নতুন একটি পেজ খুলবে। সেখানে পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন নম্বর, নাম এবং জন্মের তারিখ দিতে হবে।
- সেখান থেকেই এবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।
- সেই ই-অ্যাডমিট কার্ডটি সেভ করে নিন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্যে এর একটি প্রিন্টআউট বের করিয়ে নিন।
উল্লেখ্য, এবারে ওয়েস্ট বেঙ্গল𒈔 পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা মোট দুই দিনে চারটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে পরীক্ষা হবে ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে ১১টা। দ্বিতীয় শিফটে পরীক্ষা হবে ১৬ নভেম্বর দুপুর সাড়ে আড়াইটে থেকে বিকেল ৪টে। তৃতীয় শিফটে পরীক্ষা হবে ১৭ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে ১১টা। চতুর্থ শিফটে পরীক্ষা হবে ১৭ নভেম্বর দুপুর সাড়ে আড়াইটে থেকে বিকেল ৪টে।