ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাসিসট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। মোট ৪৮ জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে আবেদন জানাতে পারবেন।পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেরামিক টেকনোলজি (১), সিভিল ইঞ্জিনিয়ারিং (৭), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৩), ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (৬), ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং (৮), এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (১), ইনফরমেশন টেকনোলজি (৩), মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (১৩), টেক্সটাইল টেকনোলজি (৩) এবং টেক্সটাইল টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট (৩) বিষয়ের জন্য নিয়োগ করা হবে মোট ৪৮ জন অ্যাসিসট্যান্ট প্রফেসর (সহকারী অধ্যাপক)। সবগুলিই স্থায়ী পদ। আবেদনকারীদের বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তবে যে প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হবে না। ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাসিসট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। মোট ৪৮ জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে আবেদন জানাতে পারবেন।পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেরামিক টেকনোলজি (১), সিভিল ইঞ্জিনিয়ারিং (৭), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৩), ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (৬), ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং (৮), এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (১), ইনফরমেশন টেকনোলজি (৩, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (১৩), টেক্সটাইল টেকনোলজি (৩) এবং টেক্সটাইল টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট (৩) বিষয়ের জন্য নিয়োগ করা হবে মোট ৪৮ জন অ্যাসিসট্যান্ট প্রফেসর (সহকারী অধ্যাপক)। সবগুলিই স্থায়ী পদ। আবেদনকারীদের বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তবে যে প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হবে না।|#+|শিক্ষাগত যোগ্যতা : ১) ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির জন্য : সংশ্লিষ্ট বিষয়ে B.E./B.Tech এবং M.E./M.Tech বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। সঙ্গে B.E./B.Tech বা M.E./M.Tech-তে ফার্স্ট ক্লাস পেতে হবে।২) M.C.A-এর জন্য : সংশ্লিষ্ট বিষয়ে B.E./B.Tech এবং M.E./M.Tech বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। সঙ্গে B.E./B.Tech বা M.E./M.Tech-তে ফার্স্ট ক্লাস পেতে হবে।অথবা,সংশ্লিষ্ট বিষয়ে B.E./B.Tech. এবং M.C.A বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। সঙ্গে B.E./B.Tech বা M.C.A-তে ফার্স্ট ক্লাস পেতে হবে।অথবা, M.C.A বা বা সমতুল্য পরীক্ষায় ফার্স্ট ক্লাস। সঙ্গে দু'বছরের কাজের অভিজ্ঞতা।আবেদন ফি : ২১০ টাকা (সঙ্গে ডেবিট/ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ব্যাঙ্কের কাউন্টারে ফি জমা দেওয়ার জন্য আলাদা সার্ভিস চার্জ ধার্য করা হবে)।গুরুত্বপূর্ণ তারিখ :আবেদন শুরু - ৯ জুলাই, ২০২১। আবেদনের শেষদিন - ২৯ জুলাই, ২০২১। ফি জমা দেওয়ার শেদিন - ২৯ জুলাই, ২০২১। ইউবিআই ব্যাঙ্কের শাখায় চালানের মাধ্যমে ফি জমার শেষ দিন - ৩০ জুলাই, ২০২১।অফলাইন ফি দেওয়ার জন্য চালান জেনারেশনের শেষদিন - ২৯ জুলাই, ২০২১।