শুভব্রত মুখার্জি: ক্রিকেট ইতিহাসে এক অভিনব ঘটনা ঘটিয়ে ফেলল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। প্রথম ক্রিকেট বোর্ড হিসেবে তারা একাধিক বছরের চুক্তি স্বাক্ষর করল ক্রিকেটারদের সঙ্গে। চলতি ওডিআই বিশ্বকাপের মাঝেই ঘটে গেল এই অভিনব ঘটনা। ইসিবির একাধিক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ১৮ জন ক্রিকেটার। তবে একাধিক বছরের চুক্তিতে স্বাক্ষর করেননি বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধ✃িনায়ক শুধুমাত্র এক বছরের চুক্তিতেই স্বাক্ষর করেছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইসিবির তরফে।
বিশ্বজুড়ে এই মুহূর্তে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপট। এই ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে জাতীয় দলের হয়ে ক্রিকেটারদের ধরে রাখতে প্র𒀰থমবারের মতো ক্রিকেটারদের একাধিক বছরের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে ইসিবি আগে শুধু এক বছরের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিত। কিন্তু সংযুক্ত আরব আমির শাহি আইএল টি-২০ ও দক্ষিণ আফ্রিকায় এসএ ২০ লিগ চালু হওয়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ক্রিকেটারদের আয় আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে। তাই একাধিক বছরের কেন্দ্রীয় চুক্তির পদ্ধতি চালু করেছে ইংল্যান্ডের বোর্ড। উদ্দেশ্য জাতীয় দলের হয়ে যাতে করে ক্রিকেটারদের ধরে রাখা যায়।
সমস্যা এরপরেও রয়ে গিয়েছে। ইংল্যান্ডের মাত্র তিন জন ক্রিকেটার সর্বোচ্চ তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এখানেই আশঙ্কার মেঘ যেন সরেও সরল না। যারা একাধিক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন তারা হলেন হ্যারি ব্রুক, জো রুট এবং♊ মার্ক উড। উডের অন্তর্ভুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। গত অগস্টে তিনি আইএল টি-২০'তে দুবাই ক্যাপিটালসের সঙ্গে চুক্তি করেন। সেই সময়ে ইঙ্গিত দেন যে, কেন্দ্রীয় চুক্তির উপর নির্ভর করে ভারতে ইংল্যান্ডের আসন্ন টেস্ট সফরে না যাওয়ার বিষয় বিবেচনা করতে পারেন তিনি। এরপরেই নড়েচড়ে বসে ইসিবি। উডকে ধরে রাখতে মরিয়া প্রয়াস চালায় তারা। শেষ পর্যন্ত কিছুটা হলেও সফল হয়েছে ইসিবি। এছাড়াও দুই বছরের চুক্তিতে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। স্টোকস-সহ আট জন রয়েছেন এক বছরের চুক্তিতে। যাদের মধ্যে রয়েছেন ৪১ বছর বয়সি জেমস অ্যান্ডারসন, ৩৬ বছর বয়সি মইন আলি ও ডেভিড মালান।
ব্রুকসহ সাত জন প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। বাকিরা হলেন, রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, বেন ডাকেট, ম্যাথু পটস এবং জশ টং। ব্রুক ছাড়া বাকিদের চুক্তি দুই বছরের। চুক্তিতে জায়গা না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম উইল জ্যাকস, ক্রিস জর্ডন, ড্যান লরেন্স, ফিল সল্ট ও ডেভিড উইলি। জ্যাকস গত 🎐এক বছরে তিন সংস্করণেই ইংল্যান্ডের হয়ে খেলেছেন। চলতি বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে চুক্তিতে নেই কেবল উইলি।
বর্তমান চুক্তির মেয়াদ শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। তিন পেসার ম্যাথু ফিশার, শাকিব মাহমুদ ও জন টার্নারকে ডেভেলপমেন্ট চুক্তিতে রা🎉খা হয়েছে।
∆ একনজরে ২০২৩-২৪ মরশুমে ইসিবির কেন্দ্রীয় চুক্তি:
১) ৩ বছরের চুক্তি:
হ্যারি ব্রুক, জো রুট, মার্ক উড।
২) ২ বছরের চুক্তি:
রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, জোস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, সাম কারান, বেন ডাকেট, লিয়াম লিভিংস্⛄টোন, ওলি পোপ, ম্যাথু পটস, আদিল রশিদ, জশ টং, ক্রিস ওকস।
৩) ১ বছরের চুক্তি:
মইন আলি, জেমস অ্যান্ডারসন, বেন ফোকস, জ্যাক লিচ, ডেভিড মালান,অলি রবিনসন, বেন স্টোকস,ꦍ রিসে টপলি।
∆ ডেভেলপমেন্ট চুক্তি:
ম্যাথু ফিশার, শাকিব মাহমুদ এবং জন টার্নার।