T20 World Cup Sub Regional Afric꧟a Qualifier: টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস গড়ল জিম্বাবোয়ে। তবে এই রেকর্ডটি এখনও ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বড় দলও করতে পারেনি। টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের একটি নতুন রেকর্ড তৈরি করেছে তারা। মাত্র কয়েকদিন আগে ২৯৭ রান করে এই রেকর্ড গড়ার কাছাকাছি ছিল টিম ইন্ডিয়া, কিন্তু ১১ দিন পর অবশেষে এই রেকর্ড গড়ল জিম্বাবোয়ে।
Highest totals in T20Is: বাইশ গজে নত🎃ুন ইতিহাস লিখেছে জিম্বাবোয়ে। সিকন্দর রাজার নেতৃত্বে জিম্বাবোয়ে ক্রিকেট দল গাম্বিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩৪৪ রান তুলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের নামে। তারা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪ রান করেছিল।
আরও পড়ুন… India 🗹vs Germany: একাধিক পেনাল্টি কর্নার মিসের খেসারত দিল⛄ ভারত, ঘরের মাঠে জার্মানির কাছে ০-২ হারল
বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে পুরু🔥ষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা উপ-অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই কোয়ালিফায়ার টুর্নামেন্টে, ২৩ অক্টোবর বুধবার জিম্বাবোয়ে এবং গাম্বিয়া একে অপরের মুখোমুখি হয়েছিল। এখানেই এই রেকর্ডটি গড়েছে জিম্বাবোয়ে। গাম্বিয়ার মতো অনভিজ্ঞ দল জিম্বাবোয়ের সামনে দাঁড়াতেই পারেনি এবং জিম্বাবোয়ে সহজেই যে জিতবে তা সকলেই মনে করছে। তবে এদিন মাঠে যা হয়েছে সেটা হয়তো কেউই প্রত্যাশা করতে পারে🍃ননি।
আরও পড়ুন… IPL 2025: পন্তের সঙ্গে দিল্লির ডিভোর্স প্রায় পꦫাকা, ছিপ ফেলে বসে আছে LSGও, PBKS, RCB
সিকন্দর রাজার সেঞ্চুরিতে ভাঙল রেকর্ড
জিম্বাবোয়ে এই ম্যাচে প🐼্রথমে ব্যাট করে এবং তার ব্যাটসম্যানরা রান করার এই সহজ সুযোগকে কাজে লাগায়। এই সময় শুধুমাত্র ডিওন মায়ার্স ব্যর্থ হলেও বাকি প্রত্যেক ব্যাটসম্যান রান করেন। ওপেনার ব্রায়ান বেনেট ও টি মারুমণি মিলে ৫.৪ ওভারে ৯৮ রান করেন। মাত্র ১৯ বলে ৬২ রান করে আউট হন মরুমণি। 𝔉বেনেটও ২৬ বলে ৫০ রান করেন। কিন্তু আসল শো চুরি করেন অধিনায়ক সিকন্দর রাজা। জিম্বাবোয়ের সবচেয়ে অভিজ্ঞ ও অভিজ্ঞ অলরাউন্ডার তার ব্যাটিং দিয়ে চার ও ছক্কা মেরে গাম্বিয়ার বোলারদের ধ্বংস করে দেন।
আরও পড়ুন… IPL 2025 মেগা নিলামের আগেই PBKS ছাড়ার ইঙ্গিত দিলেন ইডেনে KKR-এর বিরুদ্ধে ঝড় তো🧸লা ব্যাটার