মহম্মদ শামি ২০২৩ বিশ্বকাপে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। মাত্র সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট তিনি তুলে নিয়েছিলেন। এই টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসাবে শেষ করেছেন। মহম্মদ শামির এই পারফরম্যান্সের পর, আসল তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচে তাঁর অনুপস্থিতি। ভারতের হয়ে প্রথম চারটি ম্যাচ তিনি খেলতে পারেন✤নি। কিন্তু এর পর তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর সুযোগ পান শামি। তারকা পেসার সুযোগ পেয়েই জ্বলে ওঠেন। ওডিআই টুর্নামেন্টের ইতিহাসে দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসাবে শামির নিজের নাম লেখান।
কিন্তু শামির দুরন্ত ছন্দে থাকলেও, চিন্তা বাড়িয়েছে তাঁর গোড়ালির চোট। বিশেষ করে বোলিং করার সময়ে অবতরণ পর্বে তিনি বেশি ব্যথা অনুভব করছেন। ক্রিকবাজে☂র মতে, বিশ্বকাপের সময় থেকেই দীর্ঘস্থায়ী গোড়ালির নিগলের সঙ্গে লড়াই করছেন শামি। বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ থেকে শামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে ২০২৩ বিশ্বকাপে অংশগ্রহণকারী বেশিরভাগ খেলোয়াড়দেরই
সম্প্রতি, বিসিসিআই ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট ম্যাচ খেলতে দক্ষꦑিণ আফ্রিকা সফরের জন্য দল নির্বাচন করেছে। লাল-বল সিরিজের জন্য শামিক নাম দলে রাখা হলেও, তাঁর খেলা নিয়ে তীব্র সংশয় রয়꧅েছে। বিসিসিআই-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘মহম্মদ শামি বর্তমানে চিকিৎসার মধ্যে আছেন। এবং তাঁকে পাওয়া যাবে কিনা, সেটা তাঁর ফিটনেসের উপর নির্ভর করবে।’
শামি গত বছর বিশ্বকাপের পর থেকে ভারতের টি-টোয়েন্টি দলের অংশ ছিলেন না। কিন্তু ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান✅্ত পারফরম্যান্স করেছিলেন। তিনি আইপিএল ২০২৩ সংস্করণে ২৮টি উইকেট নিয়েছিলেন।
টি-টোয়েন্টির জন্য সূর্যকুমার যাদবের নেতৃত🍎্বে টিম ইন্ডিয়ার স্কোয়াড বুধবার ভোরবেলা বেঙ্গালুরু থেকে দুবাই হয়ে ডারবানের উদ্দেশ্যে উড়ে গিয়েছে।সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল সদ্൲য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছে।
ভারতের এই টি-টোয়েন্টি স্কোয়াডে সঙ্গী হবেন প্রধান কোচ রাহুল দ্রাবিড় সহ পুরো সাপোর্ট স্টাফরা। ডারবানের কিংসমিডে ১০ ডিসেম্বর নির্ধারিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হওয়ার কথা। এর পর কেএল রাহুলের নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলবে বারত। সব শেষে দু'ꦜটি টেস্টের জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা দলে ফিরবেন। আর রোহিতের নেতৃত্বেই দু'টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া।