ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট লুসিয়া কিংস। তবে আর একটু হলেই ম্যাচ হাত থেকে ফস্কে যেতেও পারত। আসলে ফ্যাফ দুুপ্লেসিসের দল ম্যাচের শুরুটা যতটা ভালো করেছিল, মাঝখানে গিয়ে ততটাই খেই হারিয়ে ফেলেছিল। আরꦕ তাতেই দলের ওপর চাপ বেড়েছিল। যদিও শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে থাকতেই ম্যাচে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া কিংস🌠 দল।
ম্যাচ জেতালেন অ্যারন জোনস-
১৩৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একটা সময় ১৫ ওভারের পর সেন্ট লুসিয়া কিংসের রান ছি🦩ল ৪ উইকেটে ৭৩। অর্থাৎ প্রায় অর্ধেক রানই বাকি ছিল। সেই সময় রস্টন চেজ মারকুটে ঢংয়ে ব্যাটিং করলেও মার্কিন ক্রিকেটার অ্যারন জোনস কেমন যেন খোলসের মধ্যে ছিলেন। এরপরই ডাগ আউট থেকে অধিনায়কের বার্তা আসে, আর তারপরই রুদ্রমূর্তি ধারণ করেন জোনস।
কি বার্তা পাঠিয়েছিলেন কোচ-অধিনায়ক?
কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে অ্যারন জোনসকে প্রথম একাদশে রাখেননি কোচ ড্যারেন স্যামি, অধিনায়ক দ🅷ুপ্লেসিরা। যদিও ফাইনাꦺল ম্যাচে তাঁকে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত জোনসের সর্বোচ্চ স্কোর ছিল এবারে মাত্র ৮। ব্যাট করতে নেমেও শুরুতে একদমই ছন্দে ছিলেন না তিনি। ইনিংসের ১৫ ওভার পর্যন্ত তাঁর রান ছিল ১৯ বলে ১০। এরপরই অধিনায়কের তরফ থেকে বার্তা আসে, এই ওভারের পরই তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো হবে। সেটা শুনেই খোলস থেকে বেরোন জোনস।
ডেভিড উইজে এবং ম্যাথিউ ফোর্ডের মতো ব্যাটাররা থাকায় জোনসের দক্ষতা নিয়েই তখন প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই অবস্থায় অধিনায়কের নির্দেশ পেয়েই পরপর বাউন্ডারি মারা শুরু করেন জোনস। ১৬তম ওভারে মঈন আলির বলে লং অনের ওপর থেকে ছয় মারেন তিনি। পরের ওভারে আরও দুটো ছয় মারেন জোনস, যা দেখে উচ্ছ⭕সিত ড্যারেন স্যামি ডাগআউটেই উঠে দাঁড়ান। এরপর ১১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় সেন্ট লুসিয়া কিংস দল।
আরও পড়ুন-শ্রীলঙ্কা ম্যাচের ꩵআগে বড় ধাক্কা! বিশ্বকাপে মঞ্চে ICC-ꩵর শাস্তি ভারতীয় তারকাকে…
১১ বছরের ক্যারিবিয়ান প্রꦯিমিয়র লিগে ট্রফি জয়ের খরা কাটে তাঁদের। ফ্যাফ দুপ্লেসিস ম্যাচের পর বলছেন, তাঁকে আগেই জোনস কথা দিয়েছিলেন তিনি এবারে দলকে চ্যাম্পিয়ন করবেন। এছাড়া এই দলে যে কোনও সুপারস্টার ছিল না। একান্তই দলগত সংহতিতে জয় এসেছে, সেকথাও মনে করিয়ে দেন তিনি।
দলকে চ্যাম্পিয়ন করার পর অ্যারন জোনস বলছেন, ‘আমি জানতাম আমি একজন ম্যাচ উইনার। কিন্তু উই🔯কেটে কিছুটা সময় দিতে চেয়েছিলাম। এরপর কোচ আর সিনিয়র ক্রিকেটাররা আমায় বার্তা পাঠায় যে আমাকেই বড় শটের জন্য টার্গেট নিতে হবে। এরﷺপর আমি সেরকমভাবে খেলা শুরু করি, আর শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেরে ভালোই লাগছে’।