বাংলা ক্রিকেট দলে এল দুঃসংবাদ। বাংলার টপ অর্ডারের সব থেকে বড় ভরসা,জাতীয় দলের শিবির থেকে ফেরা ওপেনার অভিম🥂ন্যু ঈশ্বরণকে পাওয়া যাবে না পরের ম্যাচে। এমনিতেই শা🍌হবাজ আহমেদের চোট ছিল বলে তিনি অনিশ্চিত ছিলেন। এরই মধ্যে বাংলার টপ অর্ডারের ভরসা ইশ্বরণ চোট পেয়ে যাওয়ায় রঞ্জির দ্বিতীয় পর্ব শুরুর আগে চাপে পড়ে গেল লক্ষ্মীরতন শুক্লার দল।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ🐬্রেয়সক🤪ে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
চোট সমস্যায় বাংলা দল-
রঞ্জি ট্রফিতে বাংলার কাছে পরের দুই ম্যাচেই কার্যত মাস্ট উইন। ম্যাচদুটি জিততে পারলে, ভালো জায়গায় গ্রুপ স্টেজ শেষ করার সুযোগ থাকবে সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদারদের কাছে। গত বছরের ব্যর্থতা কাটিয়ে বাংলা চাইবে এই মরশুমে ভালো কিছু করে দেখাܫতে। শুরুর দিকে বিহার ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছিল, কেরল ম্যাচেও তাই হয়। এর জেরে পিছিয়ে পড়লেও পড়ে সেই ব্যবধান খানিকটা মুছে ফেলে বাংলা। কিন্তু এবার চোট সমস্যায় জর্জরিত বাংলা।
বাংলার সামনে হরিয়ানা-
💃২৩ জানুয়ারি কল্যাণীতে বাংলার প্রতিপক্ষ হরিয়ানা দল, যারে এবারের রঞ্জিতে বেশ ভালো খেলেছে। আর পরের ম্যাচে বাংলার প্রতিপক্ষ শুভমন গিলদের পাঞ্জাব। ফলে লড়াই বেশ কঠিন। কিন্তু তাঁর আগেই শাহবাজ আহমেদদের মতোই না থাকার তালিকায় নাম লেখালেন অভিমন্যু ঈশ্বরণ। তাঁর আঙুꦉল ভেঙে গেছে। ফলে পরের দুটো ম্যাচেই তিনি খেলতে পারবেন না। নকআউটে বাংলা উঠলে সেখানেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আঙুলে চিড়-
ক্লাবের হয়ে ম্যাচ খেলতে গিয়ে আঙুলে চোট পান বাংলার অভিন্যু ঈশ্বরণ। এরপর স্ক্যানের রিপোর্ট আসতে জানা যায়, তাঁর আঙুল ভেঙে গিয়েছে। ফলে তিন সপ্তাহ তাঁকে কমপক্ষে বিশ্রামে থাকতে হবে। শাহবাজ আহমেদের পর সুদীপ চট্টোপাধ্যায় চোট পেয়েিলেন বিজয় হাজারেত꧋ে। এবার সেই তালিকায় নাম লিখিয়ে রয়িয়ানা ম্যাচের আগে দলের চিন্তা বাড়ালেন ঈশ্বরণ।
অভিষেক হবে অঙ্কিতের-
এদিকে একান্তই বাধ্য রয়েছে অভিজ্ঞ ঈশ্বরণের পরিবর্ত হিসেবে দলে আনা হয়েছে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ভালো পারফরমেন্স করা অঙ্কিত চট্টোপাধ্যায়কে। তাঁকেই হরিয়ান😼া ম্যাচে দেখা যেতে পারে। অর্থাৎ তাঁর অভিষেক হচ্ছেই। এদিকে শাহবাজের চোট থাকায় স্পিন সহায়ক উইকেটে না গিয়ে সবুজ উইকেটেই হরিয়ানার বিপক্ষে নামতে পারে বাংলা।