বেঙ্গল প্রো টি-২০ লিগ🍨ে শুধুমাত্র ব্যাট-বলের উত্তেজক লড়াই চলছে এমন নয়, বরং দুর্দান্ত সব ফিল্ডিংয়ের নমুনাও পেশ করছেন ক্রিকেটাররা। শুক্রবার ইডেনে মেদিনীপুর উইজার্ডস বনাম হাওড়া ওয়ারিয়র্স ম্যাচে অভিষেক দাস এমন একটি ক্যাচ ধরেন, যাকে এককথায় অবিশ্বাস্য বলতেই হয়। শুধু টুর্নামেন্টেরই নয়, বরং টি-২০ ক্রিকেটের ইতিহাসে বাউন্ডারি লাইনে নেওয়া অন্যতম সেরা ক্যাচ হিসেবে বিবেচিত হবে অভিষেকের এই ক্যাচটি।
ইডেনে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মেদিনীপুর উইজার্ডস। বিবেক সিং ও কৌশিক মাইতির ওপেনিং জুটিতে ৭৩ রান তুলে ফেলে🌳 তা🌄রা। তবে দুই ওপেনার সাজঘরে ফেরার পরেই ধস নামে মেদিনীপুরের ইনিংসে।
উইজার্ডস একসময় ১৮ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান সংগ্রহ করে। ১৯তম ওভারে হাওড়া ওয়ারিয়র্সের হয়ে বল করতে আসেন কণিষ্ক শেঠ। তাঁর ওভারের প্রথম বলেই চার মারেন দীপক মাহাতো♑। তবে পরের বলেই বাউন্ডারি লাইনে অভিষেক দাসের হাতে ধরা পড়ে যান তিনি।
১৮.২ ওভারে কণিষ্কের বলে স্টেপ-আউট করে বড় শট নেন দীপক। লং-অন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন অভিষেক দাস। বল বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছিল। এক্কেবারে যথা সময়ে শূন্যে লাফিয়ে এক হাতে বল লুফে নেন অভিষেক। তিনি উড়ন্ত অবস্থায় ক্যাচ ধরেন। মাটিতে পড়ার পরেও বল ছিটকে যেতে দেননি হাত থেকে। অভিষেকের এমন দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্যই ৩ বলে ৫ রান করে সাজঘরে ফিরতে✱ হয় দীপককে।
ম্যাচে শেষমেশ ১ বল বাকি থাকতে ৫ উইকেটের ব♕্যবধানে মেদিনীপুর উইজার্ডসকে হারিয়ে দেয় হাওড়া ওয়ারিয়র্স। শুরুতে ব্যাট করে মেদিনীপুর নির্ধারিত ২০ ওভারে ১৩২ রান তুলে অল-আউট হয়ে যায়। ৩৪ রান করেন ওপেনার বিবেক সিং। কৌশিক মাইতি করেন ৩২ রান। ক্যাপ্টেন সুদীপ চট্টোপাধ্যায় ১৪ রান করেন। ২ ব🐬ল খেলেও খাতা খুলতে পারেননি ঋদ্ধিমান সাহা।
হাওড়া উইজার্ডস🍸ের সক্ষম চৌধুরী ২ ওভার বল করে মাত্র ১০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট🧸 নেন সুজিত যাদব। ৪ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট নেন কণিষ্ক শেঠ।
পালটা ব্যাট করতে নেমে হাওড়া ওয়ারিয়র্স ১৯.৫ ওভারে ৫ উইক🅺েটের বিনিময়ে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে যায়। প্রমোদ চাণ্ডেলা ৪৬ রান করেন। ৩৬ রান করে অপরাজিত থাকেন পঙ্কজ শাউ। ক্যাপ্টেন অনুষ্টুপ ৩০ রানের যোগদান রাখেন। মেদিনীপুরের হয়ে ৪ ওভারে ১৬ রানের বিনিম𓆉য়ে ২টি উইকেট নেন বৈভব যাদব।