শেষ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ। ২৮০ রানে জয় পেয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নজর কেড়েছেন ঋষভ পন্ত। এবার তাঁকে নিয়ে বড় মন্তব্য করলেন কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন অস্ট্রেলিয় উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ঋষভ🦩 আমার থেকেও বেশি আক্রমণাত্মক। আমিও আক্রমণাত্মক ছিলাম কিন্তু ওঁ নির্ভিক। ঋষভ কখনই ভয় পায় না’। গিলক্রিস্ট আগের জমানারಌ অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান। এই বাঁ-হাতি ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে নিজের আলাদাই পরিচিতি তৈরি করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট ম্যাচ খেলে ৫৫৭০ রান করেছেন তিনি, গড় ৪৭.৬০। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৮১.৯৫।
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে গিলক্রিস্টের সমতুল্য ক্রিকেটারদের মধ্যে একজন ঋষভ পন্ত। শুধুমাত্র ওয়ানডে বা টি-২০ ক্রিকেটে নয় টেস্ট ক্রি🐼কেটেও সমান আক্রমণাত্মক তিনি। গিলক্রিস্ট বলেন, 'ঋষভ একজন ক্লাস ক্রিকেটার, মানুষ তাঁর মতো খেলোয়াড়দের খেলা উপভোগ করার জন্যই টাকা দিয়ে টিকিট কেটে মাঠে আসেন। তাঁর মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। মানুষকে তাঁর খেলাকে গ্রহণ করছে এবং তিনিও ফল পাচ্ছেন। আমরা জানি ওঁ একজন উইনার, জীবন যুদ্ধে জিতে ফিরি♒ছে ঋষভ’।
ঋষভ পন্তের ক্রিকেট দক্ষতার প্রশংসা করার পাশাপাশি তাঁর মজা করার স্বভাব নিয়েও কথা বলেছেন গিলক্রিস্ট। তিনি বলেন, ‘অবশ্যই তাঁর ক্রিকেট দক্ষতা রয়েছে, তিনি একজন ভালো ক্রিকেটার। তবে এসবের বাইরেও তিনি একজন ভালো মানুষ। ওঁ খুব মজা করতে পারে, ঋষভের মধ্যে হাস্যরসবোধ রয়েছে। তিনি জানেন কিভাবে কঠিন পরিস্থিতিকে মজার মধ্যে দিয়ে হালকা করে তোলা যায়’। প্রসঙ্গত, ঋষভ পন্ত বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচে দলে ছিলেন। প্রথম ইনিংসে শুরু করলেও বড় রান করতে পারেননি। ৫২ বলে ৩৯ করে হাসান মাহমুদের বলে আউট হয়ে যান তিনি। ⛄;তবে দ্বিতীয় ইনিংসে আর কোনও ভুল নয়, ১২৮ বলে ১০৯ রানের ইনিংস খেলেন ঋষভ। এখনও পর্যন্ত ৩৪টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৫৮ ইনিংসে রান করেছেন ২৪১৯, গড় ৪৪.৭৯। ৬টি শতরান এবং ১১টি অর্ধশতরান রয়েছে তাঁর টেস্ট ক্রিকেটে।