অনুষ্কা শর্মার পরে রীতিকা সাজদেরও রোষের মুখে পড়লেন সুনীল গাভাসকর। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা যেমন খোলাখুলি গাভাসকরের সমালোচনা করেছিলেন, সেই পথে হাঁটেননি বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা। বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় অধিনায়কের খেলা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চকে স্যালুট জানিয়ে আখেরে গাভাসকরকেই রীতিকা বার্তা দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। তাঁদের এক🔯াংশের🌌 ধারণা, ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার গাভাসকরকে নিশানা করেই রোহিত-পত্নী রীতিকা সেই প্রতিক্রিয়া দিয়েছেন।
কিন্তু আচমকা কেন রীতিকার নিশানা হতে যাবেন গাভাসকর?
সেটার নেপথ্যে আছে গাভাসকরের একটি মন্তব্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারত হোয়াইটওয়াশ হওয়ার আবহেই সংবাদমাধ্যম স্পোর্টস তকে গাভাসকর বলেন, ‘আমরা শুনছি যে (অস্ট্রেলিয়ায়) প্রথম টেস্টে খেলবে না রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টেও না খেলতে পারে। যদি সেটাই হয়,๊ তাহলে ভারতের নির্বাচক কমিটির (রোহিতকে) বলা উচিত যে যদি তোমায় বিশ্রামไ নিতে হয়, নাও। যদি ব্যক্তিগত কারণ থাকে, সেদিকে নজর দাও। কিন্তু তুমি একটি টেস্ট সিরিজের দুই-তৃতীয়াংশ সময় না থাকো, তাহলে সেই সিরিজে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে যাওয়া উচিত তোমার। এই সিরিজে আমাদের সহ-অধিনায়ককে অধিনায়ক করে দেব।’
আবারও বাবা হচ্ছেন রোহিত?
আসলে জল্পনা চলছে যে রোহিত ফের বাবা হতে চলেছেন। রোহিত নিজে কিছু না বললেও নিউজিল্যান্ড সিরিজের শেষে ভারতীয় ক্রিকেটের হোম সিরিজের সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমায় সঞ্চালক জানিয়ে দেন যে রোহ🍸িত ফের বাবা হচ্ছেন। তাই অস্ট্রেলিয়ায় খেলতে পারবেন না।
আরও পড়ুন: BCCI 🏅to take action after😼 whitewash: হোয়াইটওয়াশ হতেই কঠোর BCCI, ভারতে একসঙ্গে শেষ টেস্ট খেললেন রোহিত, বিরাট-সহ ৪ সিনিয়র?
ভারতীয় অধিনায়ক অবশ্য সেদিনই জানিয়েছেন যে এখনও তিনি নিজে নিশ্চিত নন য🔴ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা। তবে সম্প্রতি আবার একাধিক রিপোর্ট সা♕মনে এসেছে, তাতে দাবি করা হয়েছে যে ঘরের মাঠে এরকম বিপর্যয়ের পরে পার্থে প্রথম টেস্টে খেলবেন রোহিত।
গাভাসকরের বিরোধিতায় ফিঞ্চ, পাশে রোহিতের
সেইসব কানাঘুষো, জল্পনার মধ্যে রোহিতের দায়িত্ববোধ নিয়ে গাভাসকর যে প্রশ্ন তোলেন, তা অনেকেই ভালোভাবে নেননি। ফিঞ্চও সহꦉমত পোষণ করেননি গাভাসকরের সঙ্গে। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর 'অ্যারাউন্ড দ্য উইকেট' পডকাস্টে তিনি বলেন, 'এই বিষয়টায় আমি সানির (গাভাসকর) সঙ্গে একেবারেই একমত নই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হল রোহিত শর্মা। যদি তুমি বাড়িতে থাকো, তোমার স্ত্রী'র সন্তান হবে, সেটা একটা দুর্দান্ত মুহূর্ত। আর সেই ক্ষেত্রে তুমি যত খুশি সময় নাও।'
আরও পড়ুন: Rohit de🐭fends his batting approach: বাজে শট খেলে আউট হয়েছি, কিন্তু কোনও আফসোস নেই, সফল ধন্য-ধন্য করা হত, বললেন রোহিত
আর সেই আবহেই ইনস্টাগ্রামে একটি পোস্টে ফিঞ্চকে ট্যাগ করে ‘স্যালুট’ ইমোজি দিয়েছেন রীতিকা। যে পোস্টে গাভাসকর এবং ফিঞ্চের মন্তব♍্য ছিল। আর সেই পরিস্থিতিতে রীতিকা যে ইমোজি দিয়েছেন♑, তাতে অনেকে মনে করছেন যে গাভাসকরকে নিশানা করেছেন রোহিত-পত্নী।
অনুষ্কার রোষের মুখেও পড়েছিলেন গাভাসকর
যে গাভাসকর আগেও ভারতীয় দলের অধিনায়কের রোষের মুখে পড়েছেন। ২০২০ সালে আইপিএ✅লে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাটের বাজে পারফরম্যান্সের সময় কমেন্ট্রি বক্সে অনুষ্কার নাম তুলে এনেছিলেন। তিনি বলেছিলেন যে লকডাউনের সময় শুধুমাত্র অনুষ্কার বোলিং সামলেছিলেন বিরাট। যা তাঁকে খুব একটা সাহায্য করছে না।
আরও পড়ুন: Gambhir may be sacked: অস্ট্রেলিয়ায় বাজে ফল করলেই গম্ভীরকে ছ♚াঁটাই! শুধু সাদা বলের কোচ থাকবেন- রিপো🌞র্ট