শুভব্রত মুখার্জি:- টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পরেই জাতীয় দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়𓃲। তাঁর জায়গায় জাতীয় দলের নয়া হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের আরেক প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। তাঁর সঙ্গে জাতীয় দলে যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে তাঁর সহকারী কোচ অভিষেক নায়ার। জাতীয় দলেও তিনি গৌতম গম্ভীরের সহকারী হিসেবেই কাজ করবেন। তবে সূত্র মারফত খবর ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন গৌতম গম্ভীর। তবে বোর্ড নাকি তাঁর সেই দাবি মানেনি। উল্লেখ্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের হয়ে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। জাতীয় দলেও নাকি সেই কারণে জন্টির নাম প্রস্তাব করেছিলেন গৌতম গম্ভীর।
মঙ্গলবার বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সুপারিশের ভিত্তিতে গৌতম গম্ভীরকে জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। এরপরে এই মুহূর্তে ফোকাস রয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনারের সাপোর্ট স্টাফদের উপরে। কারণ দ্রাবিড়ের পাশাপাশি ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ꧒ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তি ও শেষ হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপের পরেই। বিসিসিআইয়ের তরফে দ্রাবিড়,রাঠোর,পরশ এবং দিলীপকে ভারতীয় ক্রিকেটের তাদের সার্ভিসের জন্য ধন্যবাদ জানানো হয়🔴েছে। শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দল নয়া কোচ গৌতম গম্ভীরের অধীনে লড়াই শুরু করছে।এই সিরিজ থেকেই দায়িত্ব নেবেন অন্যান্য সহকারী কোচরাও।