বিরাট কোহলির পথেই হাঁটলেন রোহিত শর্মাও। আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের ঘোষণা করে দিলেন ভারত অধিনায়কও। শনিবার ২০২৪ কুড়ি ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই, সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে দেন রোহিত। রোহিত অবশ্য জানিꦉয়ে দিয়েছেন, টি২০ থেকে অবসর নিলেও, তিনিꦕ টেস্ট এবং ওয়ানডে ফর্ম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন। তবে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তিনি আর খেলবেন না।
আন্তর্জাতিক টি২০ থেকে রোহিতের অবসর
ম্যাচ শেষ হওয়ার পরেই মাঠে দাঁড়িয়ে আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন কোহলি। একই ঘোষণা রোহিত করলেন সাংবাদিক সম্মেলনে এসে। তিনি সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্ট জানিয়ে দেন, ‘এটাই আমার শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ ছিল। টি২০-কে বিদায় দেওয়ার এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। যখন থেকে আমি এই ফরম্যাটে খেলতে শুরু করেছি, তখন থেকে উপভোগ করছি। আম😼ি এর প্রতিটি মুহূর্তই পছন্দ করি। আমি এটাই চেয়েছিলাম- কাপ জিততে চেয়েছিলাম।’
বৃত্ত পূরণ ভারত-অধিনায়কের
রোহিত যেন শনিবার একটি বৃত্ত পূরণ করে ফেললেন। তিনি একটি বিশ্বকাপ জয় ℱদিয়ে নিজের টি২০ ক্যারিয়ার শুরু করেছিলেন। এবং আরও একটি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে টি২০ আন্তর্জাতিকে ইতি টানলেন। এই ১৭ বছরের মধ্যে, রোহিত ব্যাটার হিসেবে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেকে। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ১৫৯ ম্যাচে ৩২.০৫ গড়ে ৪২৩১ রান করে ফেলেছেন তিনি। আপাতত টি২০-তে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। এই ফরম্যাটে তাঁর পাঁচটি সেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন: ফ🥂াইনালে টস জিতে ব্যাটিং নিলেই, T20 WC জেতে দল, ব্যতিক্রম শুধু ২০১০
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হলেও, যুবরাজ সিং-এর ঝড়ের পর আর ব্যাট করার সুযোগ পাননি রোহিত। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে রোহিত প্রথম ব্যাট করার সুযোগ পান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যেখানে তিনি অপরাজিত হাফসেঞ্চুরি করে নিজের আগমনকে চিহ্নিত করেছিলেন। যা ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছিল। মজার বিষয় হল, রোহিত শেষ টি২০ আন্তর্জাতিক ম্যাচটিও খেললেন সেই প্রোটিয়♕াদের বিরু﷽দ্ধেই। শনিবার ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রোহিত। কিন্তু নেতৃত্বে তিনি একশোতে একশো পেয়েছেন।
আরও পড়ুন: ভালো খেললেও মুহূর্তের🧸 অসতরꦿ্কতায় রান আউট অক্ষর, ম্যাচের রং বদলালেন ডি'কক
চলতি বিশ্বকাপে হিটম্যানের পারফরম্যান্স
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভার🤪তের সর্বোচ্চ স্কোরার রোহিতই। ১৫৬.৭ স্ট্রাইকরেটে ২৫৭ রান করেছেন রোহিত। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি হাঁকিয়ে🌞 দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হিটম্যান।