ꦓ শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষ করে লাল বলের ফর্ম্যাটে অন্যতম তারকা ব্যাটার অজিঙ্কা রাহানে। দীর্ঘদিন ভারতীয় টেস্ট দলের হয়ে খেলেছেন তিনি। তিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বও সামলেছেন। তবে শেষ এক বছরের বেশি সময় ধরে তিনি দলের বাইরে রয়েছেন। তবে নিয়মিত খেলছেন আইপিএলে। চেন্নাই সুপার কিংস দলের হয়ে নিয়মিত খেলছেন তিনি। তবে তার সঙ্গে তাঁর টেস্ট দলে ফেরার লড়াইও জারি রয়েছে। সেই লক্ষ্যেই এবার তিনি যাচ্ছেন ইংল্যান্ডে। সেখানে লেস্টারশায়ারের খেলবেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে তো খেলবেন। পাশাপাশি খেলবেন ওয়ানডে কাপে ও। বৃহস্পতিবার এই খবরটি নিশ্চিত করা হয়েছে কাউন্টি ক্লাবের তরফে।
আরও পড়ুন… 🎀ডোপ টেস্টে ব্যর্থ! বিপদের মুখে জ্যাভলিন থ্রোয়ার ডিপি মনুর Paris Olympics 2024-এর স্বপ্ন
🌠চলতি মরশুমের দ্বিতীয় ভাগে খেলতে যাচ্ছেন অজিঙ্কা রাহানে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাঁর দল অর্থাৎ লেস্টারশায়ারের আর পাঁচটা ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচগুলো খেলতেই ইংল্যান্ডে যাচ্ছেন তিনি। পাশাপাশি ওয়ানডে কাপে ও তিনি খেলবেন। খেলবেন লেস্টারশায়ার ফক্সের হয়ে। ঘটনাচক্রে গতবারের ওয়ানডে কাপ চ্যাম্পিয়ন দল লেস্টারশায়ার। ৩৬ বছর বয়সী রাহানেকে নিয়ে বড় স্বপ্ন দেখছে লেস্টারশায়ার। উইয়ান মুল্ডারের জায়গায় খেলবেন রাহানে।মুল্ডার তাঁর জাতীয় দল অর্থাৎ দক্ষিণ আফ্রিকা দলে খেলার জন্য ডাক পেয়েছেন। তিনি অগস্টে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে যাবেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। তাই আগে থেকেই তাঁকে ফিরতে হচ্ছে দেশে।আর তাঁর পরিবর্তে লেস্টারশায়ারের হয়ে খেলতে যাচ্ছেন রাহানে।
আরও পড়ুন… ♔T20 WC 2024: এটা তো ভারতের টুর্নামেন্ট- ইংল্যান্ড হারতেই পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মাইকেল ভন
🦩ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ২৬০০০ রান। লিস্ট-এ,প্রথম শ্রেণীর ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট,টি-২০ ম্যাচ সবমিলিয়ে এই রান করেছেন তিনি। তাঁর সর্বোচ্চ স্কোর ২৬৫ রান। ভারতের হয়ে তিনি ৮০০০ রান করেছেন।যার মধ্যে রয়েছে ১৫ টি শতরান। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর ১৮৮ রান। ২০১৬ সালে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান করেছিলেন। ভারতীয় দল যেবার অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট সিরিজ জিতেছিল সেবার ও দলকে নেতৃত্ব দেন তিনি। ওই সিরিজের দ্বিতীয় টেস্টে করেছিলেন এক অনবদ্য শতরান। শেষ ডব্লুটিসি ফাইনালেও তিনি ভারতের হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন… 🍸Copa America 2024: বলিভিয়াকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টারে উরুগুয়ে, পানামার কাছে আটকে চাপে USA
💫লেস্টারশায়ারে খেলার বিষয়ে চুক্তিবদ্ধ হওয়ার পরে রাহানে জানিয়েছেন ' আমি এই সুযোগটা পেয়ে খুব উচ্ছ্বসিত।ফের একবার আমি যে লেস্টারশায়ারের হয়ে খেলার সুযোগ পাব তা ভেবেই আমি রোমাঞ্চিত। আমার সঙ্গে খুব সুদৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে ক্লড (হেন্ডারসন) এবং আলফোন্সো (টমাসের)। আমি এই মরশুমে ক্লাবের হয়ে খেলতে মুখিয়ে রয়েছি। এই গ্রীষ্মে ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব সেটাই আশা রাখছি। আমি গত বছরে ও দলের পারফরম্যান্স এবং ফলাফলের দিকে নজর রেখেছিলাম। আর এই বছরে ও রাখছি। আমি তাদের পারফরম্যান্সে খুব খুশি। আমি আশা রাখছি নিজের ক্রিকেটটা আমরা উপভোগ করতে চাই। এই মরশুমে ক্লাবের সাফল্যে আমি মুখ্য ভূমিকা পালন করতে চাই।' জুলাইয়ের মাঝামাঝি ইংল্যান্ডে যাবেন রাহানে। প্রথমে তিনি খেলবেন ওয়ানডে কাপে। ২৪ জুলাই নটস আউটলসের বিরুদ্ধে খেলবেন তিনি। অজিঙ্কা রাহানে যোগ দেওয়ার ফলে নিঃসন্দেহে লেস্টারশায়ারের ব্যাটিং অনেকটাই মজবুত হবে বলে আশা করছেন টিম ম্যানেজমেন্ট।