ইংল্যান্ডকে হারিয়ে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ভারত। রোহিত শর্মাদের দাপুটে জয়ের পর আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অꦅধিনায়ক মাইকেল ভন।ꦐ বিশ্বকাপের সূচি নিয়ে অভিযোগ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ক। এক পডকাস্টে মাইকেল ভন দাবি করে বলেছেন যে, এই টুর্নামেন্টটি করাই হয়েছে ভারতকে শিরোপা জেতাতে।
টুর্নামেন্টের গ্রুপিং থেকে শুরু করে ম্যাচের সূচি ও ভেন্যু নির্ধারণের ক্ষেত্রেও ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করেꦰন মাইকেল ভন। যা নিয়ে আইসিসির কঠোর সমালোচনা করেছেন তিনি। আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব ম্য💮াচ ছিল সকালে। ভারতীয় সময় সেই ম্যাচগুলি যাতে রাত ৮টা থেকে সম্প্রচার করা সম্ভব হয়, সেভাবেই সূচি সাজানো হয়েছে। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন মাইকেল ভন।
আরও পড়ুন… Copa ཧAmerica 2024: বলিভিয়াকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টারে উরুগুয়ে, পানামার কাছে আটকে চাপে USA
কী বলেছিলেন মাইকেল ভন?
আসলে গতকাল বৃহস্পতিবার সেমিফাইনালের মহারণ শেষে মাইকেল ভন বলেন, ‘এটা ভারতের প্🐼রতিযোগিতা। ওরা নিজেদের পছন্দ মতো সময়ে খেলতে পারে। ভারত প্রতিযোগিতা শুরুর আগে থেকে জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে। ওদের সব ম্যাচ সকালে যাতে হয় মানে ভারতে যাতে রাতে খেলা দেখতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে! আ🐻ইসিসি-র উচিত আর একটু বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়াটা ঠিক নয়।’
ভারতকে আইসিসির এমন বাড়তি সুবিধা দেয়ার পিছনে আছে ব্যবসায়িক মনোভাব। কেননা, ক্রিকেটের বিশাল ফ্যানবেজ ভারত ও এশিয়ায়। তবে যখন টুর্নামেন্টই আইসিসি আয়োজন করবে তখন সেটা ভিন্ন রকম হওয়া উচিত বলে মনে করেন ভন। ভন বলেন, ‘যখন আপনি বিশ্বকাপে যান, তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না। আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে। যা এখন পানির মতোই সহ🐻জ। বিশ্বকাপে এটা হতে পারে না। এটা সবার জন্য সমꦰান হতে হবে।’
আরও পড়ুন… IND vs ENG: বাটলারের এই ভুল কখনও ক্ဣষম🎶া করবে না ইংল্যান্ড! এমনটা করলে হয়তো জিততেই পারত
আফগানিস্তান ম্যাচের পরে কী বলেছিলেন মাইকেল ভন?
এর আগেও ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন ভন। দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচের সময় মাইকেল ভন সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, ‘এই সেমিফাইনালটা গায়ানায় হওয়া উচিত ছিল। কিন্তু পুর෴ো প্রতিযোগিতাটাই ভারতের কথা ভেবে করা হয়েছে। এটা🧜 বাকিদের জন্য ঠিক নয়।’