গত ৮ ডিসেম্বর আবু ধাবি টি-১০ লিগের🤪 প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত হ্যাটট্রিক করেন আকিল হোসেন। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে স্যাম্প আর্মির বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারে বল করতে এসেই তিনি পরপর তিন বলে তিনটি উইকেট তুলে নেন। ঠিক তিন মাস পরে অর্থাৎ, ৮ মার্চ ক্যারিবিয়ান স্পিনার ফের হ্যাটট্রিক করলেন। এবার পাকিস্তান সুপার লিগের আসরে পরপর তিন বলে তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরালেন আকিল হোসেন।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে চলতি পিএসএলের ২৫তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে বাবর আজমের পেশোয়ার জালমি ও রিলি রসউয়ের নেতৃত্বাধীন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। টস জিতে কোয়েট্টা শুরুতে ব্যাট করতে পাঠায় পেশোয়ারকে। বাবরের নেতৃত্বাধীন পেশোয়ার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বি𒐪নিময়ে ১৯৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে বটে, তবে বল হাতে নজর কাড়েন কোয়েট্টার আকিল হোসেন।
আকিল প্রথম ইনিংসের ১৬তম ওভারে পরপর তিনটি উইকেট তুলে নেন। ১৫.২ ওভারে আকিলের বলে উইকেটকিপার লরি ইভান্সের দস্তানায় ধরা পড়েন আমের জামাল। ১৫.৩ ওভারে আকিলের বলে বোল্ড হন সদ্য ক্রিজে আসা মেহরান মুমতাজ। ১৫.৪ ওভারে আকিলের বলে রিলি রসউয়ের হাতে ধরা পড়েন লি🍸উক উড।
আরও পড়ুন:- ২২ বছর বয়সে সব থেকে বেশি ODI সেঞ্চুরি, বাবরকে ছুঁয়ে কোহলির ঘাড༺়ে নিঃশ্বাস গুরবাজের
ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৩ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন আকিল হোসেন। তিনি সাজঘরে ফের✅ান পেশোয়ার দলনায়ক বাবর আজমকেও। ১২.২ ওভারে আকিলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন বাবর। যদিও আউট হওয়ার আগে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন আজম। তিনি ৩০ বলে ৫৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে মাঠ ছাড়েন। বা💃বর অনবদ্য ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া পেশোয়ারের হয়ে ১২ বলে ৩০ রান করেন সইম আয়ুব। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৩ বলে ২০ রান করেন মহম্মদ হ্যারিস। তিনি ১টি চার ও ১টি ছক্কা🔜 মারেন। ১৯ বলে ৩৩ রানের যোগদান রাখেন টম কোহলার ক্যাডমোর। তিনি ৪টি চার ও ১টি ছক্কা🌄 মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন রোভম্যান পাওয়েল।
উইকেটকিপার হাসিবউল্লাহ খান ৬ রান করে আউট হন। ৫ রান করেন আমের জামাল। খাত🐼া 🌳খুলতে পারেননি মেহরান মুমতাজ ও লিউক উড। ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১০ রান করে অপরাজিত থাকেন নবীন উল হক। আকিলের ৪ উইকেট ছাড়া কোয়েট্টার হয়ে ১টি করে উইকেট নেন সোহেল খান, মহম্মদ হাসনাইন ও আবরার আহমেদ। উইকেট পাননি মহম্মদ আমির।