একজন নন, বরং ওয়েস্ট ইন্ডিজের দু'জন ব্যাটার নার্ভাস নাইন্টির শিকার হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেন। নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বড় রানের ভিতে বসিয়ে দেন মিকাইল লুইস ও আলিক আথানাজে। অ্যান্টিগা টেস্টের প্রথম দিনের শেষে সুবিধাজনক পরিস্থিতিতে দেখাচ্ছে ক্যারিবি🌼য়ান দলকে।
চোটর জন্য🍌 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই নাজমুল হোসেন শান্ত। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়ভার পড়ে মেহেদি হাসান মিরাজের উপরে। নর্থ সাউন্ডে টস-ভাগ্য সঙ্গ দেয় বাংলাদেশ দলনায়ক মেহেদিকে। সিরিজের প্রথম টেস্টে মেহেদি টস জিতে শুরুতে ব্যাট করতে ডাকেন হোম টিম ওয়েস্ট ইন্ড🐽িজকে।
ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ২টি উইকেট হারিয়ে চাপে পড়ে🌜 যায়। ৩৮ বলে ৪ রান করে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান দলনায়ক ক্রেগ ব্রাথওয়েট। খাতা খোলার আগেই কেসি কার্টির উইকেটও তুলে নেন তাসকিন।
কেভাম হজকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক বিপর্যয় রোধ করেন মিকাইল লুইস। যদিও কার্টি খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি লুইসকে। ৬৩ বলে ২৫ রান করে দুর্ভাগ্যজনক রান-আউট হন কার্টি। ওয়♎েস্ট ইন্ডিজ দলগত ৮৪ রানে ৩ উইকেট হারায়।
আলিক আথানাজেকে সঙ্গে নিয়ে ১৪০ রানের পার্টনারশিপ গড়েন মিকাইল। শেষে ব্যক্তিগত ৯৭ রানের মাথায় মেহেদি হাসান মিরাজের বলে শ꧋ꦆাহাদাত হোসেনের হাতে ধরা পড়েন মিকাইল। অর্থাৎ, মাত্র ৩ রানের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন লুইস। ২১৮ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
সেঞ্চুরি হাতছাড়া করেন আলিক আথানাজেও। তিনি ১৩০ বলে ৯০ রানের অনবদ্য ইনিংস খেল🅰ে মাঠ ছাড়েন। ব্যক্তিগত শতরান থেকে মোটে ১০ রান দূরে দাঁড়িয়ে যেতে হয় আথানাজেকে। তিনি ১০টি চার ও ১টি ܫছক্কা মারেন।