টেস্ট ক্রিকেটে প্রথম ও একমাত্র ভারতীয় বোলার হিসেবে যে কৃতিত্ব দেখিয়েছেন অনিল কুম্বলে, এবার ঘরোয়া ক্রিকেটে সেই কৃতিত্ব অর্জন করলেন অংশুল কাম্বোজ। হরিয়ানার তরুণ পেসার রঞ্জি ট্রফির এক ইনিংসে ১০ 𝓰উইকেট নেওয়ার বিরল নজির গড়েন।
রোহতকে কেরলের বিরুদ্ধে রঞ্জির এলিট-সি গ্রুপের ম্যাচে মাঠে🐷 নামে হরিয়ানা। রোহতকের বাইশগজ বরাবর পেসারদের সাহায্য করে। স্বাভাবিকভাবেই টস জিতে কেরলকে শুরুতে ব্যাট করতে পাঠায় হরিয়ানা। প্রথম ইনিংসে কেরলের ১০ জন ব্যাটারকেই সাজঘরে ফেরত পাঠান অংশুল এবং ইতিহাসে জায়গা করে নেন।
কেরল প্রথম ইনিংসে ২৯১ রানে অল-আউট হয়। তারা সাকুল্যে ১১৬.১ ওভার ব্যাট করে। হাফ-সেঞ্চুরি করেন দলের চারজন ব্যাটার। রোহন কুন্নুমাল ৫৫ রান করে মাঠ ছাড়েন। ১০২ বলের ইনিংসে তিনি ৬টি চার মারে🎀ন। অক্ষয় চন্দ্রন করেন ജ৫৯ রান। ১৭৮ বলের ইনিংসে তিনি ৫টি চার মারেন।
ক্যাপ্টেন সচিন বাবি ৫২ রান করে সাজঘরে ফেরেন। ১৪৬ বলের সতর্ক ইনিংসে তিনি ২টি চার মারেন। ৭৪ বলে ৫৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন মহম্মদ আজহারউদ্দিন।🉐 তিনি ৩টি চার ও ৩ট🌠ি ছক্কা মারেন। এছাড়া ১০৭ বলে ৪২ রান করেন শন রজার। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- IND vs AUS:🌠 অস্ট্রেলিয়ায় রোহিতের সংসারে কবে যোগ দেবেন শামি! বড় ইঙ্গিত কোচের
হরিয়ানার হয়ে প্রথম ইনিংসে ৩০.১ ওভার বল করেন অংশুল কাম্বোজ। তিনি ৯টি মেডেন-সহ মাত্র ৪৯ রানের বিনিময়ে ১০টি উইকেট দখল করেন। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট দখল করেন কাম্বোজ। তাঁর আগে এ♔ই কৃতিত্ব অর্জন করেছেন প্রেমাংশু চট্টোপাধ্যায় ও প্রদীপ সুন্দরম।
১৯৫৬-৫৭ মরশুমে বাংলার বাঁ-হাতি পেসার প্রেমাংশু অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের এক ইনিংসে মাত্র ২০ রানের বিনিময়ে ১০টি উইকেট দখল করেন। রঞ্জি ট্রফির ইতিহাসে এটিই এখনও পর্যন্ত সে𓆏রা বোলিং পারফর্ম্যান্সের সর্বকালীন রেকর্ড।
১৯৮৫-৮৬ মরশুমে রাজস্থানের ডানহাতি পেসার প্রদীপ বিদ🌌র্ভের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের এক ইনিংসে ৭৮ রানের বিনিময়ে ১০টি উইকেট দখল করেন। রঞ্জির এক ইনিংসে সেরা বোলিং পারফর্ম্যান্সের নিরিখে প্রদীপকে টপকে গেলেন অংশুল।
রঞ্জির এক ইনিংসে ১০ উইকেট
১. প্রেমাংশু চট্টোপাধ্যায় (বাংলা)- ২🎀০ রানে ১০ উইকেট (বনাম অ꧒সম, ১৯৫৬-৫৭)।
২. প্রদীপ সুন্দরম (রাজস্থান)- 🌞৭৮ রানে ১০ উইকেট (বনাম বিদর্ভ, ১৯৮৫-৮৬)।
৩. অংশুল কাম্বোজ (হরিয়ানা)- ৪৯ রানে ১০ ♓উইকেট (বন🔜াম কেরল, ২০২৪-২৫)।
সব মিলিয়ে ভারতের ঘℱরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে ষষ্ঠ বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অংশুল কাম্বোজ। কুম্বলে, প্রেমাংশু, প্রদীপ ও অংশুল ছাড়া এই তালিকায় রয়েছেন দেবাশিস মোহান্তি ও সুভাষ গুপ্তে। কুম্বলে ১৯৯৯ সালে পাকিস্তানের ಞবিরুদ্ধে টেস্টে এমন কৃতিত্ব অর্জন করেন। মোহান্তি ২০০০-০১ মরশুমে পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল ম্য়াচে এমন কৃতিত্ব অর্জন করেন। সুভাষ গুপ্তে ১৯৫৪-৫৫ মরশুমে বম্বে বনাম পাকিস্তান কম্বাইন্ড সার্ভিসেস অ্যান্ড বাহাওয়ালপুর ইলেভেন ম্যাচে এমন নজির গড়েন।