চব্বিশ ঘণ্টাও টিকল না রেকর্ড। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ভেঙে গেল। সোমবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ১৩ বলে অর্ধশতরান করেন গুজরাটের সৌরভ চৌহান। আজ সেই অরুণাচলের বিরুদ💟্ধেই মাত্র ১১ বলে অর্ধশতরান হাঁকালেন রেলওয়েজের আশুতোষ শর্মা। শুধু তাই নয়, ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়লেন। আজ মাত্র ১১ বলে অর্ধশতরান পূরণ করেন। ভেঙে দেন যুবরাজ সিংয়ের রেকর্ড। ২০০৭ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ।
মঙ্গলবার রাঁচিতে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় 🍨রেলওয়েজ। সোমবারের বড় হারের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার মোটামুটি ভালো শুরু করে অরুণাচল। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট তুলে নেয়। উইকেট হারালেও রানের গতি কমায়নি ঝাড়খণ্ড। কিন্তু কোনও বড় জুটি গড়ে উঠছিল না। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। চতুর্থ উইকেটে অবশ্য ৪২ বলে ৭০ রান যোগ করেন শুভম চৌধুরী এবং উপেন্দ্র যাদব। শুভম যখন আউট হয়ে যান, তখন রেলওয়েজের স্কোর ছিল ১৫ ওভারে চার উইকেটে ১৩১ রান।
আর শেষ পাঁܫচ ওভারে রাঁচিতে ঝড় ওঠে। একদিক থেকে উপেন্দ্র বেধড়ক মারলেও তাঁর ইনিংস চাপা পড়ে যায় আশুতোষের সামনে। পঞ্চম উইকেটে ২৫ বলে ৯৬ রান যোগ করেন তাঁরা। মাত্র ১২ বলে ৫৩ রান করেন আশুতোষ (দ্বাদশ বলে আউট হয়ে যান)। মারেন আটটি ছক্কা এবং একটি চার। স্ট্রাইক রেট ছিল ৪৪১.৬৭। আর সেই ঝড়ের কারণে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২৪৬ রান তোলে রেলওয়েজ। ৫১ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন উপেন্দ্র। কিন্তু তাঁর সেই ইনিংসকে কিছুটা পিছনে ফেলে দেয় আশুতোষের 'রেকর্ড' ইনিংস।
যে আশুতোষ টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের🅠 রেকর্ড গড়েন। এতদিন সেই রেকর্ড ছিল যুবরাজের দখলে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ছয় ছ🔯ক্কার ম্যাচে ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ। আর সার্বিকভাবে বিশ্বে দ্বিতীয় দ্রুততম (টি-টোয়েন্টিতে) দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের নজির গড়েছেন আশুতোষ। তাঁর সামনে আছেন শুধু নেপালের দীপেন্দ্র সিং (নয় বল)।
ম্যাচের ফলাফল
রেলওয়েজ: পাঁচ উইকেটে ২৪৬ রান।
অরুণাচল প্রদেশ: ১১৯ রানে অল-আউট (১২৭ রানে জিত🍨ে গিয়েছে ꦉরেলওয়েজ)।