২৭ অগস্ট, রবিবার বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল লিটন দাসের। তবে তিনি শ্রীলঙ্কায় যেতে পারেননি। জানা গিয়েছে অসুস্থ ꧟থাকার কারণেই নাকি তিনি এদিন দলের সঙ্গে যেতে পারবেন না। জানা গিয়েছে জ্বরে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। সেই কারণে তাঁকে ছাড়াই রবিবার দুপুরের শ্রীলঙ্কার বিমান ধরেছে বাংলাদেশ দল। সুস্থ হলে দলের সঙ্গে যোগ দেবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
জানা গিয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে এই মুহূ্তে লিটন দলের সঙ্গে না গেলে সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেবেন। এর আগে এশিয়া কাপের জন্য শনিবার ২৬ অগস্ট ছুটির দিনেও মাঠে অনুশীলন করেছিলেন লিটন দাস। মিরপুಌরের শের-ই-বাংলা স্টেডিয়ামের অ্যাকাডেমির মাঠে নেটে বেশ কিছুক্ষণ অনুশীলন করেছিলেন তিনি। তবে এদিন দেশ ছাড়ার আগে জানা যায়, জ্বরের কারণে দলের সঙ্গে লিটন দাস যেতে পারছেন না। শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ অগস্ট লঙ্কানদের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে শাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। গ্রুপপর্ব পার হতে পারলেই মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।
প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, লিটনের জ্বর হয়েছে, তবে সেটা খুব গুরুতর কিছু নয়। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘লিটনের জ্বর। তবে সেটা খুব গুরুতর কিছু নয়। সব টেস্টের রেজাল্ট ভালোই এসেছে। সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেবেন লিটন দাস।’ এদিকে এদিন দেশ ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন তাসকিন আহমেদ। তিনি বলেছন, ‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।’ বছরটা ওয়ানডে বিশ্বকাপের। অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের🐎 আগে এশিয়া কাপে ভালো খেলা যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশও ব্যতিক্রম নয়। তাসকিন আরও বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হচ্ছে, ভালো ক্রিকেট খেলা। সামনে যেহেতু বিশ💝্বকাপও আছে। সকলেই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। আশীর্বাদ করবেন, সকলেই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি।’
৩০ অগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আ🙈য়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯টি ম্যাচের আয়োজক শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ। সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। এর🍸 পর দিন ৩১ অগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যান্ডিতে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম রাউন্ডে শাকিবদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। ৩ সেপ্টেম্বরের সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।