♍ সিরিজের প্রথম ওয়ান ডে ম্য়াচে পাকিস্তানের ঝুলিয়ে দেওয়া ২০৪ রানে ছোটখাটো লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিতান্ত কষ্ট করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হ্যারিস রউফ, শাহিন আফ্রিদিদের আগুনে বোলিংয়ের মোকাবিলায় অস্ট্রেলিয়াকে সেই ম্যাচে ৮ উইকেট হারাতে হয়। ঘরের মাঠে পাক বোলারদের সামনে অজি ব্যাটারদের অসহায়তা ফুটে ওঠে তখনই।
💯 দ্বিতীয় ম্যাচে সেই পাক পেসারদের সামনে কার্যত আত্মসমর্পণ করে অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইন-আপ। ফের হ্যারিস-শাহিনের সাঁড়াশি আক্রমণে মাত্র ১৬৩ রানে অল-আউট হয়ে যায় অজিরা। ফলে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে ৩ ম্যাচের টি-২০ সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।
⭕ এবার অস্ট্রেলিয়ার প্রথম সারির তারকাদের যখন বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতির জন্য সিরিজের তৃতীয় ওয়ান ডে থেকে সরিয়ে নেওয়া হয়, অজি দলকে নিতান্ত অসহায় দেখায় পাক বোলারদের সামনে। রবিবার সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কার্যত ক্লাব পর্যায়ে নামিয়ে আনেন শাহিনরা।
๊আরও পড়ুন:- WBBL 2024: মেয়েদের ক্রিস গেইল! চার-ছক্কার ঝড়ে T20 ম্যাচে ১৫০ লিজেল লি'র- ভিডিয়ো
🍸 রবিবার পারথে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মহা গুরুত্বপূর্ণ টস জেতে পাকিস্তান। টস জিতে সঙ্গত কারণেই তারা শুরুতে ব্যাট করতে পাঠায় অজিদের। আফ্রিদি-নাসিম-হ্যারিসের ত্রিফলায় বিদ্ধ হয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪০ রানে। ঘরের মাঠে পাক পেসারদের বিরুদ্ধে ল্যাজেগোবরে অবস্থা হয় জোশ ইংলিসদের।
꧃ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মাত্র ৭ রান করে নাসিম শাহর শিকার হন। অ্যারন হার্ডি ১২ রান করে শাহিন আফ্রিদির বলে আউট হন। জোশ ইংলিস ৭ রান করে নাসিমের দ্বিতীয় শিকার হন। মাত্র ৭ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন কুপার কনলি।
♏ ম্যাথিউ শর্ট প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন বটে, তবে ব্যক্তিগত ২২ রানের মাথায় হ্যারিস রউফের বলে আউট হয়ে বসেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল খাতা খুলতেই পারেননি। সিরিজে তৃতীয়বার হ্যারিস রউফের শিকার হন তিনি। মার্কাস স্টাইনিস ৮ রান করেন মহম্মদ হাসনাইনকে উইকেট দেন।
𒁃 অ্যাডাম জাম্পা ১৩ রান করে নাসিমের তৃতীয় শিকার হন। শন অ্যাবটের কাঁটা উপড়ে ফেলেন শাহিন। অ্যাবট দলের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন। ল্যান্স মরিস খাতা খোলার আগেই আফ্রিদির জালে জড়িয়ে যান। ১২ রানে নট-আউট থাকেন স্পেনসার জনসন।
💃 পাকিস্তানের হয়ে ৮.৫ ওভারে ৩২ রান খরচ করে ৩টি উইকেট নেন শাহিন আফ্রিদি। ৯ ওভারে ৫৪ রান খরচ করে ৩টি উইকেট নেন নাসিম শাহ। ৭ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন হ্যারিস রউফ। ৭ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট নেন হাসনাইন।