শুভব্রত মুখার্জি:- আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার꧟ ঘোষণা করা দলে সবথেকে বড় চমক হল দুটি। এক বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। দুই বাদ পড়েছেন আইপিএল মাতানো নবীন তারকা ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক। যিনি এই মুহূর্তে খেলছেন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে। রয়েছেন একেবারে স্বপ্নের ফর্মে।
দিল্লির হয়ে যে কটা ম্যাচ খেলেছেন, পꦆ্রায় প্রতি ম্যাচেই দলের হয়ে মারকাটারি মেজাজে ব্যাট করেছেন। ফলে তাঁর বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। আর সেইসব প্রশ্নের জবাব দিয়েছেন দলনায়ক মিচেল ম⛄ার্শ। তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন ঠিক কী কারণে ম্যাকগার্ককে দলে নেওয়া হয়নি।
প্রসঙ্গত চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন মিচেল মার্শ। তিনি এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, 'আমাদের মনে হয়েছে আমাদের যে দলটা আমরা বিশ্বকাপের জন্য নির্বাচন করেছি তা ক্রিকেটের সব দিকটাই𓃲 কভার করছে। হেডি (ট্রেভিস হেড) ও (ডেভিড) ওয়ার্নার আমাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে, আগেও করেছে। দীর্ঘ সময়ের জন্য তো বটেই এই বিশ্বকাপের আগে শেষ ১৮ মাসেও তারা আমাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। আমাদের যে ১৫ সদস্যের দল আমাকে নির্বাচন করে দেওয়া হয়েছে, তা নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। আশা করছি এই দল বিশ্বকাপে আমাদের অনেক দূর নিয়ে যাবে।’
আসন্ন টি-২০ বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে জায়গা হয়নি স্টিভ স্মিথের। শেষ এক দশকে এই প্রথমবার স্মিথকে ছাড়াই বিশ্বকাপ খেলতে নামবে অজি দল। স্মিথ না থাকলেওꦑ মার্শ অস্ট্রেলিয়ার দলকে অভিজ্ঞ দল হিসেবে মনে করছেন। অজি অধিনায়কের মতে, ‘যখনই বিশ্বকাপ দল নির্বাচন করা হয়, মাত্র ১৫ জনকে ক্রিকেটরকে নেওয়ার সুযোগ থাকে। কিছু ক্রিকেটারকে বিশ্বকাপ মিস করতে হয়। কিন্তু আমি মনে করি, যে দল নির্বাচন করা হয়েছে সেটা খুব ভালো। আমাদের দলে বৈচিত্র্য আছে, অভিজ্ঞতাও আছে। ফলে আমি আশাবাদী যে বিশ্বকাপে আমরা ভালো ফল করব।'
মার্শ আরো যোগ করেন, ‘জ্যাকি (ম্যাকগার্ক) অসাধারণ এক প্রতিভা। সবাই জানে ও আইপিএলে কী করছে। ব্যাট হাতে ঝড় তুলেছে। সবাই ওকে ভালোবাসে। নিশ্চিতভাবে আমি বলতে পারি দিল্লি দলের সকলেই ওর সঙ্গ উপভোগ করছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যেখানেই খেলুক না কেন ওঁর সামনে দারুণ ভবিষ্যৎ পড়ে রয়𒈔েছে।’
উল্লেখ্য ম্যাগার্ক এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৬ ইনিংসে ব্যাট করেছেন। স্ট্রাইক রেট ২৩৩। অর্ধশতরান করেছেন ৩ ম্যাচে। ১৫ বলে অর্ধশতরান করেছেন দুবার। আন্তর্জাতিক ক্ষেღত্রে অস্ট্রেলিয়ার হয়ে যে দুটি ওয়ান ডে খেলেছ꧂েন, সেখানেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ বলে ৪১ রান করেছিলেন। তারপরেও তিনি বিশ্বকাপের জাতীয় দলে জায়গা পেলেন না।