২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে ছিটকে দেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করছে অস্ট্রেলিয়া। এমনই কৌশল সম্পর্কে খোলাখুলি মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান পেসার জোশ হেজেলউড। মিচেল মার্শের নেতৃত্বাধীন দল ইতিমধ্যেই গ্রুপ বি এনকাউন্টারে নামিবিয়াকে হারিয়ে সুপার এইট-এ জায়গা෴ পাকা করে নিয়েছে। এরপরেই অস্ট্রেলিয়া কৌশল তৈরি করেছে যাতে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে উঠতে না পারে। কারণ আবার মুখোমুখি হলে চাপ হতে পারে বলে মনে করেন হেজেলউড।
জোশ হেজেলউড প্রকাশ করেছেন যে অস্ট্রেলিয়ান🦹 দল স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের মুখোমু🌌খি হওয়ার সময় ইংল্যান্ডকে ছিটকে দেওয়ার পরিকল্পনা করতে পারে। গ্রুপ বি টেবিলে ইংল্যান্ড বর্তমানে একটি অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ইংল্যান্ড সুপার এইটে যাবে কিনা তা নির্ভর করবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের উপর।
আরও পড়ুন… IND vs USA: জাদেজার অফ ফর্ম নিয়ে আলাদা করে কথা বলেছেন দ্রাবিড়, ফাঁস 🍬করলেন সহকারি কোচ
নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেওয়ার পরে মিডিয়ার সঙ্গে কথা ব💦লার সময়, জোশ হেজেলউড বলেছিলেন যে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো নিজেদের শক্ত অবস্থানে পেয়েছিল কারণ তারা ইংল্যান্ডকে সু🍒পার এইট প্রতিযোগিতা থেকে দূরে রাখতে চেয়েছিল। তিনি উল্লেখ করেছেন যে যদিও, এখনও কোনও কৌশল নেই, তবে দলটি ইংল্যান্ডের সম্ভাবনা নষ্ট করতে পারে।
কী বললেন জোশ হেজেলউড?
জোশ হেজেলউড বলেছেন, ‘হ্যাঁ, আমি তাই মনে করি। এই টুর্নামেন্টে আপনি সম্ভবত আবার কোনও না কোনও পর্যায়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে চাইবেন না। তারা সম্ভবত তাদের দিনে সেরা খেলা খেলে এমন কয়েকটি শীর্ষ দলের মধ্যে একটি। তাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করতে হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে যদি আমরা তাদের টুর্নামেন্ট থেকে বের করে♔ দিতে পারি সেটা ভালোই হবে, তবে সেটা শুধু আমাদের জন্য নয়, আমাদের পাশাপাশি অন্য সবার পক্ষেও ভালোই হবে।’
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। একতরফা জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ৫.৪ ওভারের মধ্যে ৭৩ রানের লক্ষ্য তাড়া করেছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে জোশ হেজেলউড বলেন, ‘এমন হলে বিষয়টি মজার হবে। দল হিসেবে আমরা এর আগে এমন অ🥀বস্থার সম্মুখীন হইনি। সুতরাং, আমাদের চেষ্টা থাকবে আজকে যেভাবে খেলেছি সেভাবে খেলে যাওয়া। সেটা নির্ভর করবে সবার উপর, শুಞধু আমার একার নয়।’
স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অস্ট্রেলিয়ার সম্ভাব্য পরিকল্পনা কী হতে পারে সে বিষয়ে আলোকপাত করেছেন জোশ হেজেলউড। এখন কোন পরিকল্পনা নিয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রেলিয়া সেটাই এখন দেখার। এদিকไে এখনও ওমান এবং নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে ইংল্যান্ডকে। তাদের পরের ২ ম্যাচে ইংল্যান্ডের জয় যথেষ্ট হবে না, কারণ তাদের সুপার এইটে উঠতে হলে অস্ট্রেলিয়ার বনাম স্কটল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। ইতিমধ্যেই তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে দুই নম্বরে রয়েছে স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা যদি জেতে তাহলেই শেষ আটে জায়গা পাকা করবে স্কটল্যান্ড। আর ছিটকে যাবে ইংল্যান্ড। এখন সকলের নজর অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচের দিকে থাকবে।