ভারতীয় ক্রিকেট দলের টি২০ ফরম্যাটে নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। এই ফরম্যাটে তাঁর ওপরই অধিনায়কত্বের গুরু দায়িত্ব দিয়েছেন গৌতম গম্ভীর, অজিত আগরকররা। টি২০ বিশ্বকাপ জয়ের পরই টি২০ ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা। এই পদে হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক জল্পনা চললেও তাঁর ওপর ভরসা না করে সূর্যকেই বেছে নেওয়া হয়েছে এই পদে। ২৭ জুলাই থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কা সিরিজেই টি২০ অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ হবে সূর্যকুমার যাদবের। এবার নতুন অধিনায়ককে প্র🎃শংসায় ভাসালেন দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। বেশ কিছু খুটিনাটি জানালেন সূর্যকুমার যাদব সম্পর্কে। কীভাবে বোলারদের পাশে দাঁড়ান তিনি, সেটাই জানালেন অক্ষর প্যাটেল।
অক্ষর প্যাটেল বলছেন, ‘আমি সূর্যকুমার যাদবের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, সূর্যভাই হচ্ছে হ্যাপি টু গো লাকি মানসকিতার লোক। সব সময়ই দলের মধ্যে হাল্কা পরিবেশ রাখে, মিমিক্রি করে। খোলামেলা পরিবেশ যাতে দলে থাকে সেদিকেই নজর দেয়। আমি সম্প্রতি ওর অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে খেলেছিলাম, 🐲সেখানে দেখেছি সূর্যকুমার যাদব হচ্ছে বোলারদের🍨 অধিনায়ক, মানে বোলারদের খুব সাহায্য করে ’।
ভারতীয় দলের অলরাউন্ডার বলছেন, ‘ বোলাররা যেমন ফিল্ডিং পজিশন চায় সেই অনুযায়ী ফিল্ডার সেট করে দেয় সূর্য। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, আমার ⛎মনে হয় না খুব বেশি পরিবর্তন হবে। এবার তাঁর মানসিকতা সম্পর্কে আমরা আরও জানতে পারব, তার অধীনে খেলার সময়। কারণ একটা সফর দিয়ে তো কারোর অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা যায় না। যত বেশি আমরা একসঙ্গে খেলব, তত বেশি ওর অধিনায়কত্বের স্টাইল সম্পর্কে আমরা অবগত হব। ’
ভারতীয় ক্রিকেট দলের দরকারে টি২০ বিশ্বকাপে ব্যাটারের ভূমিকায় দেখা গেছিল অক্ষরকে। দলের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। সেই নিয়েই বাঁহাতি অলরাউ𓃲ন্ডার বলছেন, ‘দলের প্রয়োজন অনুযায়ী আমায় লড়তে হয়। দল আমায় ভরসা করে নিশ্চয় আমার মধ্যে কিছু দেখেছে বলে। কঠিন পরিস্থিতিতে দল ভরসা করলে, নিজে থেকেই আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। আর পারফর্ম করতে পারলে তো সেই আত্মবিশ্বাস আরও বাড়তে থাকে। এটা ভারতীয় দলের হয়ে প্রথমবার নয়, দিল্লি ক্যাপিটালসেও করতে হয়েছে, তাই বিষয়গুলোর সঙ্গে আমি মানিয়ে নিয়েছি। কোন পরিস্থিতিতে ব্য়াটিং অর্ডারে আগে এসে কেমন ব্যাটিং করতে হবে, সবই এখন বুঝে গেছি। এই মূহূর্তে আমি বর্তমান নিয়েই ভাবনা চিন্তা করছি, ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছি না ’।